কবিতা ।। বুনোঘাসে হতশ্বাসে ।। নিরাশাহরণ নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। বুনোঘাসে হতশ্বাসে ।। নিরাশাহরণ নস্কর


 

বুনোঘাসে হতশ্বাসে

নিরাশাহরণ নস্কর


কতদিন কবিতার কাছে যাইনি। কলাপাতার নীচে
দাঁড়ানো হিম টুপটুপ ভোরে 
মালিন্যকরুণ ঐহিক দিইনি মেলে

পতিত ডাঙ্গা জুড়ে বুনোঘাস
ব্যঞ্জনাময় শব্দকণা খুঁটে এনে
কীভাবে গান বাঁধবে পাখি?

অন্ধকার ছেনে ছেনে আলোর প্রতিমা গড়তে চায় সুবলপটো
বাড়ন্ত আলোর পড়ন্ত বিকেলে 
হতশ্বাসে গড়িয়ে যায় জল নৈরাশ্যের ঢালে

পাখি শব্দ খুঁটে কবিতার মালা গাঁথবে
পটোর প্রতিমার মুখে ফুটবে আলোর কথামালা 

সেদিন কত দূরে, শুভমিতা?

কতদিন তোমার কাছে যাইনি
কলাপাতার নীচে দাঁড়ানো হিম টুপটুপ ভোরে 
ভিজব কবে আবার???
 
 

No comments:

Post a Comment