কবিতা ।। সোমা ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, August 18, 2020

কবিতা ।। সোমা ঘোষ



      ধন্দ


                       
দীর্ঘমেয়াদী বিক্ষোভ নিঃশ্বাস ছোঁয় সূর্যের,
সহযাত্রীর তালুর ভাঁজে ভাঁজে --
আপৎকালীন দ্রুততায় মাত্রা বেঁধা স্বর-
দিক পরিবর্তনের খেয়ালে এখন হাওয়ার বিপরীতে।
শব্দের আলসেমি ছুঁড়ে গোপনীয়তা - উটের গ্রীবার মতো 
কেঁপে কেঁপে ওঠে মৌনতা আর বাধ্য কোলাহলের মাঝে।
এখনো কি পথে জ্বলে - সৌখিন মোমবাতি
গভীর রক্তপাত না হলে জ্বলবে না সারি সারি
... জ্বলে ওঠা শিখার দহন টুকু সত্য - বাকিটা
ফাঁকি কেবলই ফাঁকি।
 
==============
 


No comments:

Post a Comment