Featured Post

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

ছবি
  বিঃ দ্রঃ আগামী ফেব্রুয়ারি সংখ্যার জন্য ভাষা দিবসের কথা মাথায় রেখে লেখা পাঠান। email: nabapravatblog@gmail.com  সূচিপত্র ফিচার।। গোপাল ভাঁড়ের অজানা সত্য ।। লোকনাথ পাল প্রবন্ধ ।। মসুয়ার রায় পরিবার এবং বঙ্গসংস্কৃতি ।... প্রবন্ধ ।। সুধীন্দ্রনাথ দত্ত: কাব্যের দার্শনিক ও ন... কবিতায় সেতুবন্ধন (তৃতীয় অংশ) শিল্পবিপ্লবোত্তর কাল... রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর বিদ্রোহী প্রেমের কবিতা: ... কবিতা ।। এই মন ভালো নেই দিনে ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। জোছনা আলোর স্বপ্ন ।। তুষার ভট্টাচাৰ্য কবিতা ।। নিঃস্ব হবো ।। লালন চাঁদ কবিতা ।। ভালোলাগা  ।। আজিজ উন নেসা  গল্প ।। স্বীকারোক্তি ।। চন্দন দাশগুপ্ত কবিতা ।। শীতের দিন ।। প্রশান্ত কুমার মন্ডল কবিতা ।। শীতকাল ।। অঙ্কিতা পাল নাসির ওয়াদেনের দুটি কবিতা ভূতের লেখা ছড়া ।। বদরুল বোরহান কবিতা ।। ব্যস্ত ।। আলাপন রায় চৌধুরী ছোটগল্প ।। লম্বুর স্বপ্নপূরণ ।। পরেশ চন্দ্র মাহাত কবিতা ।। সৎকার ।। সুমিত মোদক কবিতা।। শীত বৈচিত্র্য ।। সুমিতা চৌধুরী পুস্তক-আলোচনা ।। নিউটনের আপেল ও প্রেমিকা ।। অরবিন্... গল্প।। শান্তির পথে …...।। বন্দনা সেনগুপ্ত কবিতা ।। মা...

অনুষ্ঠান ।। হালিশহরের 'ধরিত্রী'র চতুর্থ বর্ষের কবিতা উৎসব ।। গোবিন্দ মোদক

 

 

সাংস্কৃতিক অনুষ্ঠান সংবাদ

 - গোবিন্দ মোদক


"পৌষ মোদের ডাক দিয়েছে"


পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরের ধরিত্রীর (আবৃত্তি ও শ্রুতিনাটক চর্চা কেন্দ্র) আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল চতুর্থ বর্ষের কবিতা উৎসব পৌষ মোদের ডাক দিয়েছে। ৫ই জানুয়ারি-২০২৫, রবিবার বিকেল তিনটে নাগাদ ধরিত্রীর কর্ণধার শ্রীমতি মৌসুমী মজুমদারের সুযোগ্য পরিচালনায় ও অসামান্য সঞ্চালনায় হালিশহরের নান্না কালীবাড়ি দুর্গা মঞ্চে শুরু হয় চতুর্থবর্ষের এই ভিন্নধর্মী কবিতা উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু স্বনামধন্য কবি, বাচিক শিল্পী, আবৃত্তিকার, নৃত্যশিল্পী, সংগীতশিল্পী এবং অবশ্যই ধরিত্রীর ছাত্র-ছাত্রী ও সদস্য/সদস্যাবৃন্দ। 


অনুষ্ঠানটি প্রথম থেকেই জমজমাট হয়ে ওঠে যখন ধরিত্রীর ছাত্র-ছাত্রী ও সদস্য/সদস্যবৃন্দ সমবেতভাবে একটি অসামান্য সূচনা-সঙ্গীত পরিবেশন করেন। তারপর একে একে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সব অনুষ্ঠান। বিশিষ্ট ছড়াকার গোবিন্দ মোদকের শীত বিষয়ক বেশ কিছু ছড়া-কবিতার সঙ্গে শীত বিষয়ক বিভিন্ন গান মিশ্রিত করে ধরিত্রীর কর্ণধার শ্রীমতি মৌসুমী মজুমদার তৈরি করেছিলেন একটি অসামান্য কাব্য-আলেখ্য "পৌষ মোদের ডাক দিয়েছে" যেটির মঞ্চায়ন করে ধরিত্রীর কিশোর-কিশোরী ছাত্রছাত্রীরা। মুর্হুমুহু হাততালিতে মঞ্চ উদ্ভাসিত হয়ে ওঠে। বিশিষ্ট শিক্ষাবিদ-কবি-সংগঠক শ্রী নীলাচল চট্টরাজের উজ্জ্বল উপস্থিতি ও আন্তরিক বক্তব্য সবার মন কাড়ে।


মঞ্চে আবৃত্তি পরিবেশন করেন সুবিখ্যাত আবৃত্তিকার শ্রী সুব্রত গাঙ্গুলি, শ্রী বিশ্বজিৎ মন্ডল; আমন্ত্রিত বাচিক শিল্পী শ্রী সঞ্জীব চক্রবর্তী, শ্রী সুবোধ দেবনাথ পরিবেশন করেন তাঁদের ভিন্নধর্মী শিল্পনৈপুণ্য। আমন্ত্রিত নৃত্যশিল্পী দেবশ্রী দত্ত, রিকা বিশ্বাস তাঁদের অসামান্য নৃত্যশৈলী দিয়ে ধরিত্রীর মঞ্চকে রঙিন এবং বর্ণময় করে তোলেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী সোনিয়া রায়চৌধুরী। অদৃতনয়াম পরিবেশন করেন তাঁদের ভিন্নধর্মী অনুষ্ঠান। 


ধরিত্রীর অন্যতমা সদস্যা শ্রীমতি শ্যামলী সরকার, মান্তু সিংহ রায়, সুপ্রিয়া মণ্ডল, করবী গোস্বামী, বন্দনা হালদার প্রমুখের বলিষ্ঠ অনুষ্ঠান এবং উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে। উপস্থিত ছিলেন মেঘবালিকার সদস্যাবৃন্দ। সব মিলিয়ে ধরিত্রীর চতুর্থ বর্ষের কবিতা উৎসব নাচে, গানে, আবৃত্তিতে, বক্তব্যে জমজমাট হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা, নেতৃত্বদান ও সঞ্চালনায় ছিলেন শ্রীমতি মৌসুমী মজুমদার (কর্ণধার, ধরিত্রী, হালিশহর)।

___________________________


প্রেরক: গোবিন্দ মোদক।

সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103






মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান