শ্রদ্ধাঞ্জলী ।। বিবেক বার্তা ।। সঞ্জয় বৈরাগ্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

শ্রদ্ধাঞ্জলী ।। বিবেক বার্তা ।। সঞ্জয় বৈরাগ্য


বিবেক বার্তা

সঞ্জয় বৈরাগ্য


যুগমানব স্বামী বিবেকানন্দ-এর শুভ জন্মদিন উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলী-


তুমি স্মরণীয়, তুমি বরণীয় হে বীরেশ্বর
তুমিই মোদের শেখালে, 'মানুষই -- জগতের প্রকৃত ঈশ্বর।'
দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ তোমার পরমগুরু,
তাঁরই মহান আদর্শে, তোমার মহৎ জীবন শুরু।
ধর্মপ্রচারে গিয়েছো তুমি কন্যা কুমারিকা--হিমাচল
অধো গৈরিক বসন, বাহুতে অদম্য বল।
পবিত্র মানব ধর্ম তোমার মধুর ভাষায়
বুঝেছে পাশ্চাত্য প্রদেশ, নিবেদিতা তোমার সহায়।
তোমার কন্ঠে শুনে, সৌভ্রাতৃত্বের সেই অমোঘ বাণী
মুহূর্তে স্থবির হল শিকাগো মহা-ধর্ম সম্মিলনী।
তোমার অমৃতবাণী আজও ভারত-হৃদয়ে গাঁথা
'শিবজ্ঞানে জীবসেবা' যেন, তোমার জন্মসূত্রে বাঁধা।
হে কর্মবীর, তোমার কীর্তি বেলুড়মঠ চির অম্লান
আজও গাইছে সারা বিশ্ব তোমারই জয়গান।
নবজাগরণের মূর্ত প্রতীক, হে নরেন্দ্রনাথ
জন্মদিবসে তোমায় জানাই অন্তরের শ্রদ্ধা ও প্রণাম।

--------------



সঞ্জয় বৈরাগ্য 
কৃষ্ণনগর, নদীয়া। পশ্চিমবঙ্গ।

No comments:

Post a Comment