Featured Post
অণুগল্প ।। আশীর্বাদ ।। শংকর ব্রহ্ম
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আশীর্বাদ
শংকর ব্রহ্ম
মা চুল আঁচড়ে, টেনে বেধে দিচ্ছিলো মৌমিতার।
মৌমিতা বলল,
-" আমার বয়সে তোমার মুড অফ হতো মা?"
-"সেটা আবার কি জিনিস?"
-"এই যে আমার...কিচ্ছু ভাল্লাগে না!"
-"নাহ,আমার এতো সময় ছিলো না। কলেজের পর বাড়িতে এসে, মায়ের সঙ্গে কাজে হাত লাগাতে হতো, বিকেলে যেতে হতো টাইপ স্কুলে... ভাল না লাগার তোদের মতো এতো সময় ছিল না আমার"
-"তুমি প্রেম করোনি মা?"
-" না। তুই করছিস নাকি কারও সঙ্গে"
-" না এখনও করিনি। তবে করবো, ভাবছি তেমন ছেলে পেলে।"
- " একদম না, ও পথে পা বাড়াবি না।"
-" মা তোমার কাউকে ভাল লাগেনি কখনও"
-" মিথ্যে বলব না তোকে। দাদার একটা বন্ধু ছিল, বেশ লাগতো তা'কে। তবে কথা হয়নি কখনও।"
- "কথা হয়নি কেন?"
-"সে সুযোগ ছিল না।"
-"সুযোগ থাকলে কথা বলতে ?"
-"জানি না, সে সুযোগ থাকলে কি হতো?"
-"তুমি মনের ইচ্ছে চেপে রেখেছিলে, আমি হলে তাকে বলে দিতাম?"
-" কি?"
-" আমি তোমাকে ভালবাসি।"
-" তখন তোদের মতোন এমন বেহায়া ছিলাম না আমরা।"
-"কথা বলতে লজ্জা হলে মোবাইলে মেসেজ করে
জানাতাম তাকে।"
-" তখন মোবাইল ছিলো না।"
-" থাকলে, করতে?"
-" না,তাও করতে পারতাম না।"
-" আচ্ছা, বাবাকে পেয়ে তুমি খুশি ছিলে?"
মা তার কথার সরাসরি উত্তর না দিয়ে, বলল,
-"পুজোর সময়, তোকে নিয়ে আমাদের তিনজনের একটা ফ্যামিলি ছবি হতো। কখনও পারলে দেখিস বুঝতে পারবি, একজন খেটে খাওয়া সাংসারিক মানুষের হাসি ধরা আছে তা'তে।"
-" বাবা তোমায় আদর করত, মা?"
-"ঐ যে তোর বাবা কখনো সখনো পিঠে হাত রাখতো আমার, ওটাই আমার কাছে তাঁর আদর ছিল, ওটাই তাঁর প্রেম, ওটাই তাঁর ভালোবাসা।"
-"বাবা তোমাকে 'আই লাভ ইউ' বলেছে কখনও?"
মা তার উত্তরে মৌমিতাকে বলল,
-"মাসকাবারির লিস্টে পাউডার, সাবান আর শীতকালে মনে করে একটা ক্রিম এনে দিতেন উনি। কখনও ভুল করেন নি।"
-"আর?"
-"জামাকাপড় কাঁচতে দেওয়ার সময়, প্রতিবার পকেটে দশ টাকার নোট রাখতে ভুল করেনি কখনও। বাজারের লঙ্কা, হলুদের প্যাকেট ভুল করলেও আমার জন্য বাদামের প্যাকেট আনতে ভুল করনি কখনও। তোর কাছে ভালোবাসা মানে কি জানি না। আমি এগুলো পেয়েই ভীষণ সুখী ছিলাম।"
-"তোমার কখনও মনে হয়নি এই লোকটার সাথে আর থাকা যাচ্ছে না?"
" না। বেশী চিনি দিয়ে চা করে বড় কাপে ভরে এনে, তোর বাবা ছাড়া কেউ আমাকে খাওয়াবে না।"
-"আরেহ, তুমি তো দেখছি এখনও বাবার প্রেমে হাবুডুবু খাচ্ছো "
-"তোরও একদিন সংসার হবে, একটা কথা বলি শোন - মানিয়ে নিতে শিখিস কখনও বলবো না তোকে , শুধু বলব, ভাল-টুকু খুঁজে নিয়ে আরও ভাল থাকার চেষ্টা করিস, ছেড়ে কখনই বেড়িয়ে আসবি না তাকে,যা'ই ঘটুক।
-" মনে রাখবো মা তোমার কথা।"
-"মনে রাখলে, দেখবি, সংসারে যত দুঃখই আসুক, তোকে কোন কিছুই কাবু করতে পারবে না।"
-" মা আশীর্বাদ করো,তাই যেন পারি, তোমার মতোন করে।"
-" তোকে মন থেকে আশীর্বাদ করি,সোনা মা আমার।"
----------------------------------------------------------------------------
নাম - ঠিকানা - ফোন নম্বর
----------------------------------------------------------------------------
SANKAR BRAHMA.
8/1, ASHUTOSH PALLY,
P.O. - GARIA,
Kolkata - 700 084.
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন