কবিতা ।। ইচ্ছে ডানায় ভেসে ভেসে ।। দীনেশ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

কবিতা ।। ইচ্ছে ডানায় ভেসে ভেসে ।। দীনেশ সরকার


ইচ্ছে ডানায় ভেসে ভেসে

 

     দীনেশ সরকার

 

ইচ্ছে ডানায় ভেসে ভেসে

যাই চলে যাই অচিনপুরে

চেনা-জানা জগৎ ছেড়ে

কল্পলোকে সেই সুদূরে ।

 

ইচ্ছে ডানায় ভেসে ভেসে

স্বপ্নপুরীর দুয়ার খুলি

রাতজাগা এক পাখির মতো

জেগে থাকে স্বপ্নগুলি ।

 

ইচ্ছে ডানায় ভেসে ভেসে

রঙ বাহারী মশাল জ্বালি

সুখের পাখি দেয় না ধরা   

প্রেমের কলস শুধুই খালি ।

 

ইচ্ছে ডানায় ভেসে ভেসে

দিন বদলের গান ধরি ভাই

সামনে-পিছে চেয়ে দেখি

একলা আমি, আর কেহ নাই ।    

 

ইচ্ছে ডানায় তবু ভাসি

খামখেয়ালি মনটা নিয়ে

ঝরাপাতায় দিন কেটে যায়

দুঃখ-সুখের ফোকর দিয়ে ।

 

*********************************

১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর ---- ৭২১৩০৬


                   

No comments:

Post a Comment