কবিতা ।। তৃষ্ণা ।। সৌভিক সাহা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

কবিতা ।। তৃষ্ণা ।। সৌভিক সাহা

 

তৃষ্ণা

সৌভিক সাহা


উড়েছে কি তারা নতুন স্বপ্নে,
তবুও কি আসবে তারা চির নতুনে
নেহাত যদি নাইবা মানো আমায়
তবে আসিব, আসিব আবার।

আবারো চিরতরে দেখিতে তোমায়
সেই আলক্ত সন্ধ্যায় তুমি সাজিবে,
সিঁথি রাঙাবে লাল রঙের সৌকর্যে
উঠিবে ভোরে গজমতির প্রলুব্ধ চাহনিতে।
 
রাঙা নয়নে চেয়ে রবে মোর সনে
শুভ্র মালায় শোভা পাবে কেশ 
নির্জন সেই সন্ধ্যায় দেখিব তোমায় 
কী অপরূপ সাজিবে তুমি অন্তর মন্দিরে।

এই হিমেল বাতাসে, পূর্নিমার চন্দ্রালোকে
দেখিব তোমায় দু নয়ন ভরে
হৃদয় আকাশে প্রস্ফুটিত নক্ষত্রের সমাহারে
তুমি রবে মোর তৃষ্ণার সুর হয়ে।

মিথ্যে, মিথ্যে এসব ভাবনা প্রিয় 
এসে দাঁড়াও সেই নির্জন নদীটির পারে 
যখন সন্ধ্যা আসবে নেমে, সেই হিমেল হাওয়ায় 
জেগে ওঠো বাস্তবের সূর্যালোকে।
 
=============

সোনাতলা, রূপদহ, নদিয়া 

No comments:

Post a Comment