গল্প ।। সুন্দর মন ।। পার্থ প্রতিম দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

গল্প ।। সুন্দর মন ।। পার্থ প্রতিম দাস

 

 সুন্দর মন 

 পার্থ প্রতিম দাস

   বন থেকে নাচতে নাচতে হরিণ শাবক নদীতে জল খেতে এলো। স্থির নদীর জলে নিজের অপরূপ ছায়া দেখে বলে উঠলো, "অপূর্ব।" তারপর নদীর জলে তৃষ্ণা মিটিয়ে হরিণ ‌শাবক মুখ তুলে দেখলো। ধীর স্থির নদীর জল, পাশেই ঘন সবুজ বনের বড় বড় গাছ আর নদীর তীরে নাম না জানা ফুলের প্রসরা। হরিণ শাবক আনন্দে নেচে উঠে বলল, "অপূর্ব।"
    নদীর পাড় ধরে হরিণ শাবক চলতে চলতে জঙ্গলের বাইরে এসে দেখলো ধানখেত, ধানখেতের পাশে এক কুঁড়েঘর। একটা শিশু কুঁড়ে ঘরের সামনে একা একা খেলা করছে। এক ঝাঁক বক উড়ে এসে নামলো সেই ধানখেতের মাঝে। হরিণ শাবক এই সব দেখে আনন্দে আত্মহারা হয়ে নেচে উঠলো। আর বলল, "অপূর্ব।"
    হরিণ শাবক ভাবলো এরচেয়ে সুন্দর কি আছে? রাস্তা ধরে ভয়ে ভয়ে এগিয়ে চলল। পথটা এসে ফুরিয়ে গেলো সমুদ্রের কূলে এসে। হরিণ শাবক দেখলো সমুদ্রের কোল ঘেঁষে একটা পাহাড়। সেই পাহাড় থেকে ঝর্ণা নেমে এসে মাটিতে একটা ছোট্ট পুকুর তৈরী করেছে। সেই পুকুরে হাস খেলা করছে। হরিণ শাবক অবাক হয়ে বলল, "অপূর্ব।"
    অনেকটা পথ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পাহাড়ের পাশে কচি ঘাসের উপর ঘুমিয়ে পড়লো। স্বপ্নে দেখতে লাগলো কোন সে অচেনা, অপূর্ব বেশে অপূর্ব রথে চেপে চলেছে। হরিণ শাবকটা জিগ্যেস করলো, "কে তুমি?" জবাব এলো, "আমি তোমার মন।" হরিণ শাবক বলল, "কোথায় চলেছো?" জবাব এলো, "তোমার দুচোখ যেদিকে যায়, আমি সেই দিকে চলেছি।"
    হরিণ শাবক কথা গুলো বুঝতে পারলো না। কিন্তু মনের সুন্দর রূপ দেখে বুঝতে পারলো, "আসলে মন সবচেয়ে সুন্দর!!"
========================

 
আকন্দা, বেলদা, পশ্চিম মেদিনীপুর 
7679806240

No comments:

Post a Comment