পুস্তক পর্যালোচনা : নিউটনের আপেল ও প্রেমিকা
আলোচক : অরবিন্দ পুরকাইত
এ এক নিউটন-দর্শন যেন!
বিজ্ঞান যেমন জগৎ-সংসারের নানা রহস্যের উন্মোচনে ব্রতী, স্বয়ং বিজ্ঞান বা বিজ্ঞানচর্চার জগতেও কম রহস্য লুকিয়ে নেই; আর তার মধ্যে কোনও কোনও বিজ্ঞানীর জীবন ও সাধনা কম রহস্যের নয়। আলোচ্য বইটিতে বিজ্ঞানের অনধিগম্য কোনো গোলকধাঁধায় পড়তে হবে না পাঠককে সেটা আগেই জানিয়ে রাখা ভাল। বরং রসসিক্ত এক পাঠে ঋদ্ধ হতে পারেন আম-পাঠক।
সহস্রলোচন শর্মার 'নিউটনের আপেল ও প্রেমিকা' বইটি নিউটন-জীবনের দুটি বিষয়কে নিয়ে। একটি সুবিখ্যাত আপেল পড়ার; দ্বিতীয়টি নিউটনের প্রেম প্রসঙ্গ, যা জনমানসে তত পরিচিত নয়। একটি— সত্য হলে— নিউটনের জীবনে ক্ষণকালের, অথচ সর্বার্থেই সুদূরপ্রসারী; অন্যটি কৈশোরক, কিন্তু কৈশোর ছাড়িয়ে নিউটনের আজীবনকালের হলেও বাইরের পৃথিবীতে সর্বার্থেই তার মান্যতা বহুল নয়, অথচ অনন্য এক ব্যতিক্রমই তা। অথচ ঘটনা এই, দীর্ঘ জীবনে নিউটন লেখার অক্ষরে কোথাও এ-দুটি বিষয়ের উল্লেখই করেননি!
বইটি দেখা যাবে শুরু যেখানে ছিল শেষও বলতে গেলে প্রায় সেখানেই দাঁড়িয়ে আছে! তাহলে কেন পড়া এ বই! এই কারণে পড়া— শুরু ও শেষ প্রায় একই জায়গায় দাঁড়িয়ে থাকার মধ্যেও কী অপার রহস্য লুকিয়ে থাকতে পারে! সূত্র ধরে ধরে সুলিখিত এই বইটি— দুটি প্রসঙ্গেই— সে অপার রহস্য উন্মোচন করে করে চলে আকর্ষক ভঙ্গিতে। মাঝে মাঝে মনে হয়, এর পর আর কীই বা বলার থাকতে পারে! কিন্তু দেখা যায় তার পরেও কম রহস্য অপেক্ষা করে নেই! উপস্থাপনে লেখকের মুনশিয়ানা না থাকলে সম্ভবও ছিল না এতটা।
তথ্যের আকর এ গ্রন্থ, অথচ পাঠকালে মনে হয় না নিছক কোনো তথ্য জ্ঞাত হচ্ছি। আপন উদ্ভাবনী ভাবনা, যে-কোনো ফল পড়া, আপেল পড়া, আপেল মাথায় পড়া, সবুজ-হলুদ আপেল বা লাল আপেল— এসব তথ্য-যুক্তি, পালটা তথ্য-যুক্তি ইত্যাদি ছাড়িয়ে এক অন্তরঙ্গ নিউটন-দর্শন হয়ে উঠেছে বইটি। সেই নিউটন-দর্শন কম নয় আর-পাঁচটা কৈশোর প্রেমের মতো প্রেমে ছেদ পড়া থেকে নিতান্ত প্রতিকূল পরিস্থিতি হতে প্রেমিকের প্রতিষ্ঠিত হওয়া, প্রেমিকার অন্যত্র বিবাহ থেকে বৈধ্যব্যান্তে পুনরায় অন্যত্র বিবাহ এবং তার পরেও অবিবাহিত-সে-প্রেমিকের মধ্যে ভিন্ন রূপ ও রসায়নে অজেয় থাকা সে প্রেম-বন্ধুত্বের বিরল বাস্তবে। কী বিড়ম্বিত জীবন থেকে কী সুবিপুল উত্তরণ! তাঁর দ্বারা লেখাপড়া হবে না ধরে নেওয়ায় মাঝপথে বাড়ি ফিরে নিতান্ত শৈশবে-পিতৃহীন বালকের (দ্বিতীয় বিবাহের কয়েক বছরের মধ্যে পুনরায় বৈধব্যের পর সে-পক্ষের সন্তানদের নিয়ে স্থায়ীভাবে নিউটনের কাছে থাকা মায়ের) মাঠে মেষ-শূকরাদি চরানো থেকে চাষবাস দেখাশোনা এবং সেখান থেকে কেমব্রিজের ট্রিনিটি কলেজে পড়াশোনা থেকে পরে সেখানে অধ্যাপনা, নানান গবেষণার মাধ্যমে বিজ্ঞানের জগতে সুকৃতির অধিকারী হওয়া— এক অনুসরণযোগ্য জীবন বই-কি! নিউটনের সমকাল, সমসাময়িক সমাজ, ও সমকালীন কোনও কোনও ব্যক্তিত্বের কথাও কমবেশি উঠে এসেছে এ পুস্তকে। সংশ্লিষ্ট চিত্রগুলি মান বাড়িয়েছে বইটির।
বইটির শেষের দিকে প্রুফ ভাল করে দেখা হয়নি। বইয়ের আদত নাম 'নিউটনের আপেল ও প্রেমিকা' হলেও, প্রচ্ছদে বাড়তি যুক্ত হয়েছে 'মিথ ও ঘটনা' যা বিষয়বস্তুর দিক-নির্দেশক হলেও, বইয়ের নামে বিভ্রান্তি তৈরি করতে পারে।
এ গ্রন্থ তথ্যনিষ্ঠতা থেকে তন্নিষ্ঠতার সুযোগ্য ভারসাম্যে রচিত। সত্যি বলতে কী, এ গ্রন্থের ব্যাপক প্রচার হওয়া উচিত। বিশেষ করে বলব, ছোটদের উপযুক্ত করে সাহিত্য-সংস্কৃতির ভিন্ন ভিন্ন ভাষ্যে এ-বইয়ের বিষয়বস্তুর কোনও কোনও অংশের উপস্থাপন আলাদা অভিঘাত সৃষ্টি করতে সক্ষম জীবনের সূচনা-লগ্নে। লেখককে অভিবাদন এমন একটি গ্রন্থ রচনার জন্যে।
--------------------------
পুস্তকের নাম : নিউটনের আপেল ও প্রেমিকা
লেখকের নাম : সহস্রলোচন শর্মা
প্রকাশকের নাম : বাঙলার মুখ প্রকাশন
প্রকাশকাল : জানুয়ারি ২০২৪
মূল্য : ৩৫০ টাকা
অরবিন্দ পুরকাইত
গ্রাম ও ডাক — গোকর্ণী
থানা — মগরাহাট
জেলা — দক্ষিণ চব্বিশ পরগনা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন