কবিতা ।। হতে চায় কলম কুঠার ।। জয়শ্রী সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

কবিতা ।। হতে চায় কলম কুঠার ।। জয়শ্রী সরকার

হতে চায় কলম কুঠার 

জয়শ্রী সরকার


সমস্ত দিনের ক্লান্তি আর ক্লেদ মুছে ফেলে
চিত্তশুদ্ধির জন্য লিখতে বসেছি তোমায়         
জুড়োতে অব্যক্ত মনোবেদনা!

ন্যায় আর অন্যায়ের হিসেবটা 
না মেলাতে পারার অক্ষমতায়
বিবেকের দংশনটা ক্রমশই বেড়ে যায়......
ওঠানামা করে হৃদপিণ্ডের অস্থির লাফডুপ !

জতুগৃহে জ্বলছে আগুন, দাউ দাউ দাবানল....
বুঝিবা, কিশোর কবির স্বপ্ন সফল হয় না,
এ শিশুর বাসযোগ্য করে তোলা যায় না এ-বিশ্বকে ! 
শতসহস্র শিক্ষিত বেকারের স্থায়ী ঠিকানা ধর্ণাতলা, 
নাবালিকা ধর্ষিতা হয় কামনার দাবানলে;
প্রতিবাদী কন্ঠকে খুন হতে হয় প্রাতিষ্ঠানিক পৌরোহিত্যে।
নববধূ দগ্ধ হয় আরো আরোর উৎসসন্ধানে,
আপন ভাগ্যকে জয় করার অধিকার সে পায় না।
তবু, মহাসমারোহে পালিত হয় 'আন্তর্জাতিক নারীদিবস'!

শিরায় শিরায় একই রক্ত বহমান, রঙ তার লাল।
তবু, সোনার বাংলায় ধর্মযুদ্ধ অবিরাম...... 
চেতনায় হানছে আঘাত, এসো সবাই ---
অগ্নি আখরে জ্বলে উঠি ভিসুভিয়াস ক্রোধে! 
মনোবৈদ্য হে কবি, পল-অনুপল পাশে থেকো তুমি বিশল্যকরণী হয়ে! 

***************************************

 
জয়শ্রী সরকার, 
দিনান্তিকা, প্রেমবাজার, খড়গপুর,
পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ - ৭২১৩০৬

No comments:

Post a Comment