কবিতা।। মায়াজন্ম ।। নজর উল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

কবিতা।। মায়াজন্ম ।। নজর উল ইসলাম

 

মায়াজন্ম

নজর উল ইসলাম


পেয়েছি জীবন পাহারায় আছি বুকের মনঘরে 
স্বপ্নডানায় ওড়া এক পবিত্রতায় ঝুঁকে সংসার আমার 
আঁচল বিছিয়ে পৃথিবীর খোলা নাটকের মঞ্চে দাঁড়িয়েছি
কত সুর কত ঘেরাটোপ একা একা সামলে হরিণ সভ্যতায়
ছায়ার মত বুক পেতে নতজানু শুধু পাওয়া না পাওয়ার কাছে
ছোটবেলাকার রঙ এখন অকেজো নির্ভার কী বুঝি না
মায়া সন্ধ্যের কামিনী গন্ধ ভরা তেবাসি অশ্রু দাগে
বিষন্ন মগ্ন ছায়ার অনিবার্য সুতোয় যেন ঝুলছে
বাঁশির সূর্যাস্তে নিভন্ত মহাজ্যোতি হারিয়ে বেয়াদব
গম্ভীর মেঘমুখ আলো দিশার অন্ধকারে হারিয়ে
ঠুনকো পেঁচার অনুক্ত বিদায়গ্রস্ত জাল বিবর্তনে
ফলিত জয়োল্লাসের দিন শেষ, অছন্দে ছন্দ কাঁদছে
কাঁপা বিরহ পোড়ামাটির স্বাক্ষরে পরাজিত মন
অ-সংষ্কৃতির কদর্য বেমালুম পালিত স্পর্ধায়
প্রতি মনভূমি রেখাচিত্রে অন্তহীন বিনির্মাণে স্থিত
আমরা তো আরোগ্যে সান্ধ্যভাষার মুখচ্ছবি
জোছনায় প্রতীক ছুঁই, পরিসর বাঁধি বিস্তর অবিনশ্বর
কারও সঙ্গে যে জড়িয়ে ক্ষতচিহ্নে ইচ্ছেডানা সাজিয়ে
বাস্তবতায় সেতুবন্ধন স্বপ্ন-আঁকা কত আলো নির্ভার...

============
নজর উল ইসলাম 
পশ্চিম বিবিপুর, বেগমপুর, বসিরহাট, উত্তর ২৪ পরগণা, পিন: ৭৪৩৪৩৭, পশ্চিমবঙ্গ, ভারত





No comments:

Post a Comment