কবিতা।। ঊনিশ পাখি ।। বন্দনা পাত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

কবিতা।। ঊনিশ পাখি ।। বন্দনা পাত্র

 

 ঊনিশ পাখি

 বন্দনা পাত্র 



উড়তে মানা তার,খাঁচাটি বেশ আঁটোসাটো...
কোথা থেকে এক বুনো পাখি ফুড়ুৎ করে 
উড়ে এসে বসল খাঁচাটির উপর....
অচেনা ঐ পাখির দিকে তাকালো খাঁচাটির পাখি,

কত শিল্পী পাখির আসর বসল বিকেলে 
খাঁচাটির বাইরে...
ছটফট করে উঠল খাঁচার পাখি...
একটা গান শুনে
"দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না।'
 পাখির চোখ থেকে দু'ফোঁটা জল পড়ল..

 বুনো পাখিটি তখনও বসে ছিল খাঁচাটির উপর 
 একটা বাতাস এল জানালা দিয়ে
 তখনই পাখিটি উড়ে গেল। 
খাঁচাটির পাখি বিষণ্ন মনে উদাস হয়ে রইল, 
কিছুক্ষণ পর, ঊনিশ পাখির কলরব শুনল
তারপর, সন্ধ্যা হয়ে এল...

খাঁচার পাখি বোঝেনি বাইরের আনন্দ 
তাকে আনন্দ দিল ঊনিশ পাখি 
এতদিন জেগে জেগে ঘুমাচ্ছিলি?
ঐ পাখিরা বলে উঠল...
সে চোখ মুছে বলল,ঐ যে আমার সাধের আকাশ ঘর।
=========

No comments:

Post a Comment