নাসির ওয়াদেনের দুটি কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

নাসির ওয়াদেনের দুটি কবিতা

নাসির ওয়াদেনের দুটি কবিতা  

   অক্ষর 


মনে আগাছা আর জঙ্গম ছেয়ে গেলে
সূর্যের আলোও ম্লান হয়ে আসে,
বিতৃষ্ণার কালোমেঘ ঝড়ো হাওয়ার সাথে
মিলেমিশে হয়ে যায় অন্ধকার যুগ
তখনই আলোর প্রয়োজন, আলো প্রাণময়।

অক্ষরকে কি কখনও পোড়ানো যায়?
অক্ষর কি অনন্তের ঝড়ে উড়ে?
সে মুছে যেতে পারে?

শিলার ভেতর জমে থাকা জল ফল্গুধারা
হয়ে নেচে নেচে আসে পাদদেশে
তখনই বই সই হয়ে পাশে আসে।

একখণ্ড জ্ঞানের আলোক বিচ্ছুরণ জ্বেলে দেয়
মায়াবী বইক্ষেত্রের মেলায়,শিরশির সুর বাঁশির।
             

          

   শীতকাল 


শীত-জাড় হামলে এসে পড়ে ভাঙা-কুঁড়েঘরে
উঠোনে পুয়াল জ্বেলে সেঁকে নিই হাত
কী আরাম! কিছুক্ষণ স্বস্তির নিরাঘাত
বৃষ্টিহীন মাঠ, ক্লান্তিময় চোখদুটো আহত
ঘাসের উপর বিছোনো হিম-শিশুর মতো

উঞ্ছবৃত্তি করি আমি, এক গরীবের মেয়ে
খোলা আকাশের নিচে দেহ ঢাকি কুয়াশা চাদরে
খেজুর রসের গন্ধে ভরে ওঠে শূন্য পেট
ফসলে ফসলে ছেয়ে যায় কচি মাঠ

শীত অতি প্রিয়, দুজনেই বড়ো ধনের কাঙাল
যতই বস্ত্রহীন হই আমি,জাড় এসে মুছে যায় গাল।

 

                   ===============

 

Nasir Waden
C/o Soumya Xerox College Road
P.O. Murarai,  Pin 731219
Dist,, Birbhum, West Bengal, India


 

No comments:

Post a Comment