কবিতা ।। মা, বড্ড ভয় করছে ।। অশোক দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

কবিতা ।। মা, বড্ড ভয় করছে ।। অশোক দাশ


মা, বড্ড ভয় করছে

অশোক দাশ


মা বড্ড ভয় করছে 
একা একা পথ চলতে 
রাস্তায় ওত পেতে থাকে যত 
                          হায়নার দল।
মা, বড্ড ভয় করছে 
সূর্যটা ডুবে গেলে আঁধার ঘনায়
নিস্তব্ধ নিঝুম রাতে 
ঘুম আসে না 
ঘরের চারপাশে কারা যেন দাপিয়ে বেড়ায়। 

ওরা হিংস্র জানোয়ার 
দিদিটাকে ওরা খুবলে -খুবলে 
পাশবিক অত্যাচার করে মেরে ফেললো,
মা, দিদিটা এখনও বিচার পেল না 
কোনদিন কি ও বিচার পাবে না !
সত্য কি উদঘাটন হবে না !!
অপরাধী কি সাজা পাবেনা!!!

মা জানে, মায়ের বুক কাঁপে 
তবুও সস্নেহে মেয়ের পিঠে হাত রেখে
প্রত্যয়ের সুরে কন্
প্রতিটি ক্রিয়ার যেমন বিপরীত প্রতিক্রিয়া আছে 
তেমনি প্রতিবাদ প্রতিরোধও আছে 
গন আন্দোলন গন জাগরণই পারে
অধিকার ছিনিয়ে নিতে 
বিচার আদায় করতে। 
রাজপথ আলপথে ঘটবে জনবিস্ফোরণ 
বাজবে যুদ্ধের দামামা।

তমসার আঁধার চিরে ভোরের সূর্যোদয় 
এক ফালি রোদ্দুরে ভাসবে জগত সংসার। 



অশোক দাশ
ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত। 
মোবাইল নম্বর-৮৩৪৮৭২৫৩৩৩

No comments:

Post a Comment