ছড়া।। দুলের মেয়ে সৌদামিনী ।। প্রবোধ কুমার মৃধা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

ছড়া।। দুলের মেয়ে সৌদামিনী ।। প্রবোধ কুমার মৃধা

 

দুলের মেয়ে সৌদামিনী       

প্রবোধ কুমার মৃধা


            মাঝ নদী বরাবর জেলে ডিঙি বেয়ে।
            হাল ধরে দাঁড়িয়ে সে দুলেদের মেয়ে।
            নাম তার সৌদামিনী নিটোল গঠন।
            চকিত নয়নে চায় কাজল বরণ।
            কোমরে জড়ায়ে নিয়ে ডোরাকাটা শাড়ি।
            রোদে-জলে বারোমাস স্রোতে দেয় পাড়ি।
            দুটি ভাই নেপা-গোপা দিদির দোসর।
            জলে জাল তোলা ফেলা করে দিনভর।
            ঘরেতে পঙ্গু বাপ শুয়ে বিছানায়।
            মরণের দিন গো‌নে কাঁদে যাতনায়।
            সারাবেলা কাজ নিয়ে তাদের জননী।
            মুখ বুজে টেনে চলে সংসারের ঘানি।
            সকল কাজের মাঝে চিন্তা সদা মনে।
            মেয়েটাকে পরঘরে পাঠাবে কেমনে?
                               __________ 

No comments:

Post a Comment