Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

গদ্যরচনা ।। শীতকাল বেশ ভালোই লাগে ।। রতন বসাক

শীতকাল বেশ ভালোই লাগে

রতন বসাক


হেমন্তকাল যাবার পরেই ধীরে ধীরে আমাদের দেশে শীতকালের প্রবেশ হয়। বাংলা মাসের পৌষ ও মাঘ এই দুটো মাসে শীতকাল অবস্থান করে। শীত অর্থাৎ ঠান্ডা আমরা শারীরিকভাবে অনুভব করতে পারি। শীতকালে বাতাসে জলের পরিমাণ কম থাকে, তাই শরীর শুষ্ক হয়ে ওঠে। অনেকের আবার এর কারণে ঠোঁটে ও শরীরের চামড়ায় ফাটল ধরে। উত্তরে হাওয়া বইতে থাকে, যার কারণে শরীরে কাঁপন ধরায়। 

শীতকালে বৃষ্টি হয় না বললেই চলে। তবে যদি বৃষ্টি কোনদিন হয়, তখন শীতের পরিমাণ অনেক বেড়ে যায়। এই বৃষ্টি ফসলেরও আবার অনেক ক্ষতি করে দেয়। এই সময় দিনের পরিমাণ অনেকটা কম হয় আর রাতের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। শীতকালের ঠান্ডা থেকে বাঁচার জন্য আমাদের শরীরে গরম কাপড়ের পরিমাণ অনেকটা বেড়ে যায়। যথেষ্ট পরিমাণে গরম কাপড় না পরলে, ঠান্ডায় কষ্ট পেতে হয় আর শরীর অসুস্থ হবার সম্ভাবনা থাকে। 

বাজার কিংবা হাটে গেলে এই সময় দেখা যায় বিভিন্ন রকমের শাক ও সবজি খুব অল্প দামেই পাওয়া যায়। বছরের বাকি ঋতুতে যে পরিমাণ দাম সবজির হয়, সেই দামটা এই সময় খুবই কম থাকে। শীতকালে আমাদের খাবার ইচ্ছাটা অনেকটাই বেড়ে যায়। অন্যান্য সময় তেমন বেশি আমরা খেতে পারি না। তবে শীতকালে একটু বেশি খেয়ে নিলেও কোন অসুবিধা হয় না। সত্যি কথা বলতে কি, শীতকালে খেয়ে পরে থাকার জন্য খুবই ভালো সময়। 

তবে যাঁরা পথের ধারে থাকে কিংবা ভাঙ্গা ঘরে থাকে গরিব মানুষ। তাঁদের এই শীতকালে সত্যিই ভীষণ কষ্টে সময় কাটে। শীতের হাত থেকে বাঁচার মতো পরিমাণে গরম জামা, কাপড়, লেপ, কম্বল, তোষক, চাদর ইত্যাদি এদের থাকে না; বলেই এরা শীতকালকে অভিশাপ রূপেই মানে। আমরা যাঁদের সামর্থ্য আছে, নতুন কিংবা ঘরের অব্যবহৃত গরম জমা কাপড় এদের যদি দান করে দিই, তাহলে এরা শীতের কষ্ট থেকে অনেকটাই বাঁচতে পারে। 

ঠান্ডার জন্য শীতকালে শীতকালীন ছুটি বিদ্যালয়ে ঘোষণা করা হয়। পাড়ার মাঠে মেলা, সার্কাস, নাটক, যাত্রা ও সিনেমার অনুষ্ঠানও আয়োজন করা হয়। রবি ও ছুটির দিনে অনেকজন মিলে আবার বনভোজন করতে দূরে কোথাও চলে যায়। ভীষণ মজা করে খাওয়া-দাওয়া ও নাচ-গান করে সারাটাদিন কাটায়। মোটামুটি ভাবে বলা যায় শীতকালে শরীর সুস্থই থাকে, অসুস্থতার পরিমাণ অনেকটাই কম হয়।


========================
Ratan Basak,
No. 2, Bankimnagar,
P. O. - Authpur,
Dist. North 24 Parganas,
West Bengal - 743128









মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল