Featured Post

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

ছবি
  বিঃ দ্রঃ আগামী ফেব্রুয়ারি সংখ্যার জন্য ভাষা দিবসের কথা মাথায় রেখে লেখা পাঠান। email: nabapravatblog@gmail.com  সূচিপত্র ফিচার।। গোপাল ভাঁড়ের অজানা সত্য ।। লোকনাথ পাল প্রবন্ধ ।। মসুয়ার রায় পরিবার এবং বঙ্গসংস্কৃতি ।... প্রবন্ধ ।। সুধীন্দ্রনাথ দত্ত: কাব্যের দার্শনিক ও ন... কবিতায় সেতুবন্ধন (তৃতীয় অংশ) শিল্পবিপ্লবোত্তর কাল... রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর বিদ্রোহী প্রেমের কবিতা: ... কবিতা ।। এই মন ভালো নেই দিনে ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। জোছনা আলোর স্বপ্ন ।। তুষার ভট্টাচাৰ্য কবিতা ।। নিঃস্ব হবো ।। লালন চাঁদ কবিতা ।। ভালোলাগা  ।। আজিজ উন নেসা  গল্প ।। স্বীকারোক্তি ।। চন্দন দাশগুপ্ত কবিতা ।। শীতের দিন ।। প্রশান্ত কুমার মন্ডল কবিতা ।। শীতকাল ।। অঙ্কিতা পাল নাসির ওয়াদেনের দুটি কবিতা ভূতের লেখা ছড়া ।। বদরুল বোরহান কবিতা ।। ব্যস্ত ।। আলাপন রায় চৌধুরী ছোটগল্প ।। লম্বুর স্বপ্নপূরণ ।। পরেশ চন্দ্র মাহাত কবিতা ।। সৎকার ।। সুমিত মোদক কবিতা।। শীত বৈচিত্র্য ।। সুমিতা চৌধুরী পুস্তক-আলোচনা ।। নিউটনের আপেল ও প্রেমিকা ।। অরবিন্... গল্প।। শান্তির পথে …...।। বন্দনা সেনগুপ্ত কবিতা ।। মা...

গদ্যরচনা ।। শীতকাল বেশ ভালোই লাগে ।। রতন বসাক

শীতকাল বেশ ভালোই লাগে

রতন বসাক


হেমন্তকাল যাবার পরেই ধীরে ধীরে আমাদের দেশে শীতকালের প্রবেশ হয়। বাংলা মাসের পৌষ ও মাঘ এই দুটো মাসে শীতকাল অবস্থান করে। শীত অর্থাৎ ঠান্ডা আমরা শারীরিকভাবে অনুভব করতে পারি। শীতকালে বাতাসে জলের পরিমাণ কম থাকে, তাই শরীর শুষ্ক হয়ে ওঠে। অনেকের আবার এর কারণে ঠোঁটে ও শরীরের চামড়ায় ফাটল ধরে। উত্তরে হাওয়া বইতে থাকে, যার কারণে শরীরে কাঁপন ধরায়। 

শীতকালে বৃষ্টি হয় না বললেই চলে। তবে যদি বৃষ্টি কোনদিন হয়, তখন শীতের পরিমাণ অনেক বেড়ে যায়। এই বৃষ্টি ফসলেরও আবার অনেক ক্ষতি করে দেয়। এই সময় দিনের পরিমাণ অনেকটা কম হয় আর রাতের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। শীতকালের ঠান্ডা থেকে বাঁচার জন্য আমাদের শরীরে গরম কাপড়ের পরিমাণ অনেকটা বেড়ে যায়। যথেষ্ট পরিমাণে গরম কাপড় না পরলে, ঠান্ডায় কষ্ট পেতে হয় আর শরীর অসুস্থ হবার সম্ভাবনা থাকে। 

বাজার কিংবা হাটে গেলে এই সময় দেখা যায় বিভিন্ন রকমের শাক ও সবজি খুব অল্প দামেই পাওয়া যায়। বছরের বাকি ঋতুতে যে পরিমাণ দাম সবজির হয়, সেই দামটা এই সময় খুবই কম থাকে। শীতকালে আমাদের খাবার ইচ্ছাটা অনেকটাই বেড়ে যায়। অন্যান্য সময় তেমন বেশি আমরা খেতে পারি না। তবে শীতকালে একটু বেশি খেয়ে নিলেও কোন অসুবিধা হয় না। সত্যি কথা বলতে কি, শীতকালে খেয়ে পরে থাকার জন্য খুবই ভালো সময়। 

তবে যাঁরা পথের ধারে থাকে কিংবা ভাঙ্গা ঘরে থাকে গরিব মানুষ। তাঁদের এই শীতকালে সত্যিই ভীষণ কষ্টে সময় কাটে। শীতের হাত থেকে বাঁচার মতো পরিমাণে গরম জামা, কাপড়, লেপ, কম্বল, তোষক, চাদর ইত্যাদি এদের থাকে না; বলেই এরা শীতকালকে অভিশাপ রূপেই মানে। আমরা যাঁদের সামর্থ্য আছে, নতুন কিংবা ঘরের অব্যবহৃত গরম জমা কাপড় এদের যদি দান করে দিই, তাহলে এরা শীতের কষ্ট থেকে অনেকটাই বাঁচতে পারে। 

ঠান্ডার জন্য শীতকালে শীতকালীন ছুটি বিদ্যালয়ে ঘোষণা করা হয়। পাড়ার মাঠে মেলা, সার্কাস, নাটক, যাত্রা ও সিনেমার অনুষ্ঠানও আয়োজন করা হয়। রবি ও ছুটির দিনে অনেকজন মিলে আবার বনভোজন করতে দূরে কোথাও চলে যায়। ভীষণ মজা করে খাওয়া-দাওয়া ও নাচ-গান করে সারাটাদিন কাটায়। মোটামুটি ভাবে বলা যায় শীতকালে শরীর সুস্থই থাকে, অসুস্থতার পরিমাণ অনেকটাই কম হয়।


========================
Ratan Basak,
No. 2, Bankimnagar,
P. O. - Authpur,
Dist. North 24 Parganas,
West Bengal - 743128









মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান