অণুগল্প ।। খোঁজ ।। পূর্বিতা পুরকায়স্থ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

অণুগল্প ।। খোঁজ ।। পূর্বিতা পুরকায়স্থ


 

খোঁজ

              পূর্বিতা পুরকায়স্থ

 

হ্যালোসৌমি , আমার  প্লেসমেন্টটা  হোল  না  রে !  আমার দিক থেকে তুই এবার মুক্ত বাড়িতে  বলে দে তুই রাজী আমি তোর কাছে কিস্যু না তুই বরাবরের এ্যাচিভার আর আমি বরাবরের লুজা 

বাইরে চড়াৎ চড়াৎ করে খন বাজ পড়ছে সঙ্গে তুমুল বৃষ্টি এদিকে সুমনের প্রতিটি শব্দ েন গলিত লাভা বুকে এসে জমাট বাঁধছে

তোর জগৎ আর আমার জগৎ এক্কেবারে আলাদা রে সৌমি! তোর আকাশ সবসময় নীল আর আমার আকাশ সবসময় মেঘলাআলো নেই গুমোট

হ্যালো সুমন হ্যালো

ওপার নিশ্চুপ

সৌমি তখন এক অন্তর্লীন  ঘোরেব্যাগ কাঁধে নিয়ে অফিস থেকে বেড়িয়ে পড়ল মাথা নীচু করে নিজের সাথে কথা বলতে বলতে হনহন করে চলেছে  প্রাণপনে কোথাও যেন পৌঁছুতে চাইছেমাথায় অজস্র কথা মনে অসংখ্য সংশয়

মধ্যবিত্তের ভ্যালুসের সাথে তুমি কোপ আপ করতে পারবে না সৌমি সব বাড়ির ছেলেরা বন্ধু হিসেবেই ভাল  শৌনক একদম রাইট চয়েস

সাফল্য না কি সরল ভালবাসা ? মন না মস্তিষ্ক? নিজের খুশি না কি মা বাবার খুশি ? কার দিকটা নেবে ? নিজেকে চিনতে পারছে না কেন ?  কি করবে এখন ? টস করবে ? যেটা সুমন হামেশা করে থাকে টস করতে গিয়ে সৌমির চোখ আকাশে আটকে গেল এই আকাশ তো মেঘে ঢাকা তো সুমনের আকাশ ! এতক্ষণ ধরে তো এই আকাশের নীচেই আছে ! অবলীলায় কোন হিসেব ছাড়াই

হ্যালো, সুমন হ্যালো

শুনতে  পাচ্ছিস?

          

          ------------

পূর্বিতা পুরকায়স্থ 

B 39/1Narkelbagan Road

Garia,Kolkata 84


No comments:

Post a Comment