জলদেবতা
রহিত ঘোষাল
আমাদের সম্পর্ক ঠুনকো রাতের মতো নয়
দূরে যে লাল সংকেত
আলোর কোলের উপর ঝাঁপিয়ে পড়ে
মোহনায়
তাকে কী বলবে ঠিক করেছ কিছু
সেখানে অসীমে যাওয়ার পথ ডুবন্ত
নৌকার চন্দ্রিমা
বহমান ছায়া
কাঁটাগাছ যদি জানতে চায়
কী বলবে ঠিক করেছ কিছু
সাতরং সূর্যকাচ পাপবোধ লুঠ করে
তারা আমাদের মতো হাঁটুজলের সাক্ষ্য দেবে না
তারা দুর্গম ভালবাসতে জানেই না
তাদের কী বলবে ঠিক করেছ কিছু
=============
No comments:
Post a Comment