কবিতা ।। মিনারেল ওয়াটার ।। মাথুর দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

কবিতা ।। মিনারেল ওয়াটার ।। মাথুর দাস


মিনারেল ওয়াটার

মাথুর দাস


'মিনারেল' তো 'খনিজ' বোঝায়, ভূগর্ভে তার স্থান,

মাটির নীচে যে জল থাকে তার আসল গুণমান ।


খনিজ জল নলকূপে পাই, ঝর্ণা প্রস্রবন,

কুয়োর জলও খনিজ, তবে চাই সঠিক নিঃসরণ ।

জল ছেঁকে খাও বালির স্তরে, চারকোল বা ফিল্টার,

ফোটানো জলেও ভালো থাকে অবস্থা এই দিলটার ।


এখন তেমন চলছে দেদার কেনা জলের চলও,

কিন্তু তাতে ভেজাল বেজায়, বলছে নানান খবর ।

'মিনারেল' নয়, 'মিনারেটেড' তা, এবং ক্ষতিকর,

হরেক রকম রোগের আকর বোতলবন্দী জলও ।


*******************************

 

 


মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান

*******************************

No comments:

Post a Comment