কবিতা ।। মায়াভাঙা নীরবতা ।। প্রাণজি বসাক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

কবিতা ।। মায়াভাঙা নীরবতা ।। প্রাণজি বসাক



প্রাণজি বসাক-এর কবিতা 

মায়াভাঙা নীরবতা


মাখামাখি ঘনিষ্ঠ হলে ভেঙে পড়ে শীতের ক্যানভাস 

মাছের টুকরো ধুতে ধুতে রক্তজল ধুয়ে নামে বেসিন

খিড়কির ধার ঘেঁষে রেখা টানলে অন্ধকার সরে যায় 


বাজতে থাকে রিংটোন অভ্যাসহীন অচেনা নাম্বারের

শালবন থেকে শালবাড়ি কিম্বা ফুলবাড়ি কী বা দূরের

নৈঃশব্দ্যের একটি কবিতা মগ্নময় পাঠ আশা করে —


রকমফের বাতাস এসে নাড়ান দেয় আবেগময় দৃশ্যে

সবসময় সবকিছু অতীতে হারানো পোস্টকার্ড বয়ান 

নির্জন ধারাপাতে ফুল বেলপাতা রাখে নগরের মানুষ 


শ্মশানের আগুনে পোড়ে মায়াভাঙা কবিতার নীরবতা 

 

************************

 

Pran G Basak 

H-1/28, First Floor, 

Bengali Colony, 

Mahavir Enclave Part 1

New Delhi - 110045 

India.


No comments:

Post a Comment