কবিতা ।। পরিকল্পিত তথ্য ।। কেতকী বসু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

কবিতা ।। পরিকল্পিত তথ্য ।। কেতকী বসু



পরিকল্পিত তথ্য

কেতকী বসু


খোলা খামের ওপর লেখার অস্পস্টতা 
অনিয়মের দুর্দান্ত প্রকাশে আড়ম্বরের অদূরদর্শিতা প্রমাণ করে,
ফেলে দেওয়া কলম আর কালির দাগে,
টেবিলের ওপর তখন ধড় হীন প্রাণের অস্তিত্ব
সবকিছুই ঠিক করে পরবর্তী পর্যায়ের পক্ষে,
শারীরিক অবস্থার ত্রুটি গভীর হলে
বিচার সভা অনুষ্ঠিত হয় ছেঁড়া পাতায়।

উঠে আসে বিচ্ছিন্ন হয়ে যাওয়া  কিছু নাম
আগুনের তাপে চোখ অন্ধ হয় 
ছায়া সঙ্গীরা এক হয়ে জটোলা করে 
পাতার ভিতর খোঁজ মেলে উইপোকাদের
আর সমস্ত পরিকল্পনা ব্যর্থ হলে 
পড়ে থাকে  টেবিলের ভাঙ্গা পায়া 
অযাচিত প্রতিশ্রুতি নিয়ে।

==============

 
কেতকী বসু 
৯৭/৩ হরিদাস দত্ত রোড 
পোস্ট: জয়নগর মজিলপুর 
জেলা :দক্ষিণ ২৪  পরগনা
পিন: ৭৪৩৩৩৭
_______০______



 

No comments:

Post a Comment