কবিতা ।। বিবেকানন্দ ।। মিঠু সরকার দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

কবিতা ।। বিবেকানন্দ ।। মিঠু সরকার দাস

 বিবেকানন্দ

মিঠু সরকার দাস 


যুব সমাজের পথ প্রদর্শক তুমি যে নরেন্দ্র। 
নিজ কর্ম গুণে পেয়েছ আখ্যা বিবেকানন্দ।। 
তোমার আদর্শে ধনী-দরিদ্র সবাই সমান। 
জাতি,ধর্ম অতি গৌণ মানবতাই প্রধান।। 
সমাজের অগ্রগতির বীজ রয়েছে স্ত্রী শিক্ষায়। 
বলেছ দ্বিধাহীন,কঠোর ভাবে অবলীলায়।। 
জীব সেবা করলেই ঈশ্বরকে পাওয়া যায়। 
দরিদ্র সেবা করলেই নারায়ণের সেবা হয়।। 
হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা,পুনঃজাগরণকারী। 
বলেছ আমরা নেটিভ নই মহৎ ধর্ম বহনকারী।। 
হিন্দু ধর্মে রয়েছে সহনশীলতা,সার্বজনীনতা। 
সকল ধর্মের প্রতি রয়েছে শ্রদ্ধা,সহমর্মিতা।। 
বিশ্বের সব ধর্মই তো সত্য,অতি পবিত্র। 
জীব সেবাই হোক ঈশ্বর সেবার মূল মন্ত্র ।।
=============
 
 
মিঠু সরকার দাস 
সেবক রোড,শিলিগুড়ি
 

No comments:

Post a Comment