কবিতা।। যৌবনের ডাক - গোপাল চন্দ্র মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

কবিতা।। যৌবনের ডাক - গোপাল চন্দ্র মন্ডল

 

যৌবনের ডাক

গোপাল চন্দ্র মন্ডল

             

বসন্তে কোকিল কুহু কুহু ডাকে 
সুষমা বিছানায় শুয়ে প্রেমের ছবিআঁকে ।
এ কোকিল ডেকে দেয় যৌবনের ডাক 
মনো বীনা বেজে ওঠে বাজায় ঢাক।

 অষ্টাদশী নারীর কি যে যৌবন যন্ত্রনা 
যার জ্বালা সেই বোঝে পায়না সে শান্তনা।
 সুষমা একমাত্র বোঝে তার কি যে জ্বালা  
পরিণীতা হয় তার চেয়ে বেশী ঝালাপালা।

সুষমা পরিণীতা দুজনে বেশ বন্ধু 
কথা দিয়ে কথা নেয় সে যে দীনবন্ধু।
সুষমা পরিণীতা দীনবন্ধু যায় স্কুলে
প্রেমের গল্প করে পড়া যায় ভুলে।

দুই ফুল এক মালি লাগে তাদের দ্বন্দ্ব      
কে কাকে বেশি ভালোবাসে বাড়ায় ছন্দ।
এযে প্রেমের মহিমা বোঝা বড়ো দায় 
কে যে কাকে ল্যাং মারবে শুধু ভয় পায়।

ভালোবাসা ছাড়া আর জীবনে কি আছে 
প্রেম যদি ব্যর্থ হয় জীবন একেবারে মিছে।

----------------------------------------------------------
   গ্রাম =   উত্তর বালুপাড়া।
    পোস্ট =গোপালগঞ্জ।
    জেলা =দক্ষিণ দিনাজপুর।
     পিন   =৭৩৩১৪১   ।
    

                                                 

No comments:

Post a Comment