ছড়া ।। সততাই ধর্ম ।। সুজন দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

ছড়া ।। সততাই ধর্ম ।। সুজন দাশ


সততাই ধর্ম 
সুজন দাশ 


সততা থাকলে পালাতে হয় না ভয়ে, 
সততা মানুষের সাহস যোগায় জয়ে!
পালায় পিছনে অনিয়মে যারা মাতে, 
কারণ জনতা থাকে না তাদের সাথে। 

এ সহজ কথা লুটেরা মানে না কভু, 
ওরা মনে করে আপনাকে বড় প্রভু! 
সত্যের হাতে খেতে হয় তাই মার, 
জোটে বদনাম কখনো পায়না পার। 

বেঈমান যারা ঘৃণার মোড়কে পচে, 
খায়না জনতা অন্তরে নাহি রচে!
মহৎ মানুষ সম্মানে থাকে টিকে, 
অবদান তাঁর করাও যায় না ফিকে। 

কারা বড় ছোট চেনা যায় শুধু কাজে,
কর্মের বাঁশি সুর হয়ে মনে বাজে! 
মেঘের আড়ালে সূর্য ঠিকই হাসে, 
ডোবে মুরগীরা হাঁসের ছানারা ভাসে।

বীরের নামটি গৌরবে থাকে লেখা, 
মরে কাপুরুষ যন্ত্রণা জ্বরে একা! 
যাহা কর তাই বুঝে শুনে কর ভায়া,
বিধির বিচারে মিলবে না মাফ মায়া।
================

সুজন দাশ 
আটলান্টিক সিটি, নিউজার্সি,
যুক্তরাষ্ট্র। 

No comments:

Post a Comment