কবিতা।। বেগম রোকেয়া ।। পাভেল আমান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

কবিতা।। বেগম রোকেয়া ।। পাভেল আমান


 
বেগম রোকেয়া
 পাভেল আমান

তোমার নামে এখনো জাগে 
সারা বাংলার নারী জাতি
কত বঞ্চনা লাঞ্ছনার প্রতিবাদে
নারীর ঘুম ভাঙ্গে রাতারাতি। 

তোমার নামে শপথ করে
জারি আছে নারীদের লড়াই
মনের বল আঁকড়ে ধরে
পেরোতে আছে চড়াই উতরায়। 

তোমার নামে বাঁচার রসদ
খুঁজে বেড়াই এই ভুবনে
দিন যাপনে বাধা বিপদ
করছে জয় নারীরা জীবনে। 

তোমার নামে সমতার বিধান
দূর করে লিঙ্গ বৈষম্য ব্যবধান
সমাজ সংস্কারক বেগম রোকেয়া
আপামর বাঙালির সর্বজন শ্রদ্ধেয়া।
=================

 রচনা -পাভেল আমান- হরিহরপাড়া- মুর্শিদাবাদ


No comments:

Post a Comment