ছড়া ।। বনবীথি ।। সুদামকৃষ্ণ মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

ছড়া ।। বনবীথি ।। সুদামকৃষ্ণ মন্ডল

 

বনবীথি 

সুদামকৃষ্ণ মন্ডল


সোনার মেয়ে খুকু আমার উঠোন পাশে রান্নাবাড়ি          
খেলনা পুতুল রান্নার সাজ জড়ো করা এককাঁড়ি
সকাল বিকাল রান্না বসায়  মিষ্টি বন  বীথি
শাক পাতার  ডাল চচ্চড়ি রঙিন পুতুল অতিথি
বিয়ের আসর  সাজায় বেশ বধূ বেশে ঘোমটা টেনে
লাজুক লতায়  বরের পাশে মুচকি হেসে বিয়ের কনে
সানাই বেজে বাসর মাতায় মিষ্টি সুরে গান
পুতুল এখন সবই পারে খুকুর গলায় তান
ভাবি বসে যার ঘরে নেই তো একটি মেয়ে
তার ঘরে এমন গল্প দুঃখ কেমন সয়ে
পুতুল পুতুল মেয়ে রে তুই যাবি যখন ছেড়ে
বাপের চোখে জলের ধারা দেখিস কেমন করে
তুই যে আমার স্নেহের ধন কেমন করে বাঁচি
মাঝে মধ্যে আসিস  না হয় দেখবি কেমন আছি
===============

 

সুদামকৃষ্ণ মন্ডল
গ্রাম: পুরন্দর পুর (অক্ষয় নগর)
পোস্ট : অক্ষয় নগর
থানা : কাকদ্বীপ
জেলা : দঃ চব্বিশ পরগণা

No comments:

Post a Comment