কবিতা ।। পূর্ণগ্রাস ।। অর্পিতা মুখার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

কবিতা ।। পূর্ণগ্রাস ।। অর্পিতা মুখার্জী

 পূর্ণগ্রাস

অর্পিতা মুখার্জী


আকস্মিক উদ্বেগ যদি বারেবারে পথ আটকায়,
তবে স্থির হয়ে যাওয়াই বাঞ্ছনীয়।
কোলাহল আজও পারেনি নিস্তব্ধতাকে সম্পূর্ণভাবে 
অধিকার করে নিতে।
নদীর পাড়ের অদৃশ্য ভাঙন না জানি কবে শুরু হল...
সেখানেও কোলাহল শেষে নির্জন প্রহরীর মত 
স্তব্ধতা বিরাজমান।
নানা রঙের ভীড়ে মাঝে আজও 
ধূসর ক্লান্তি নেমে আসে চেনা পরিচয়ে।
অতীতের সারি সারি সবুজ স্বপ্নের কাহিনীরা
চুপিসারে তাদের চরিত্রদের অস্তিত্ব বয়ে নিয়ে চলে...
বাস্তবের নাট‍্যমঞ্চে।
সুনিপুণ অভিনয় দক্ষতার প্রাপ্তিস্বরূপ 
অজস্র দর্শকের করতালির ঝড়েও
হারিয়ে যায় না জীবনের প্রকৃত মানসসত্তা।
ভীড়ের মাঝে থেকে আত্মপোলব্ধির জন‍্য কখনও
অপেক্ষা ও নির্জনতাকে বেছে নিতে হয়।
শুরুটা  হয় এক যোদ্ধাবেশে...
জীবনের যুদ্ধে যোদ্ধা হয়ে ওঠা বড় কঠিন!
তার থেকেও কঠিন  আজীবন জীবনের যুদ্ধকে বাঁচিয়ে রাখা।
===============

 
অর্পিতা মুখার্জী
গ্রাম...সাহানা
পোস্ট...বড়া
জেলা হুগলী
পিন...৭১২৩০৬
পশ্চিমবঙ্গ।

No comments:

Post a Comment