কবিতা ।। এই মন ভালো নেই দিনে ।। সুপ্রভাত মেট্যা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

কবিতা ।। এই মন ভালো নেই দিনে ।। সুপ্রভাত মেট্যা

এই মন ভাল নেই দিনে

সুপ্রভাত মেট্যা 



এই মন ভাল নেই দিনে 
কোথাও কোনও রৌদ্র ফুটলে ভয় হয়! 
মনে হয়, ওই বুঝি মেঘ এসে ঢেকে দিল চৈতন্য আমাদের! 
আমাদের হারিয়ে যাওয়া বোধ থেকে 
এই বুঝি জন্ম নিল রাক্ষুসে অন্ধকার। 

সচেতন পাতা, 
গাছের শাখায় শাখায় হাওয়ায় নত হয়ে, ঝুঁকে পড়লে, 
দোষ তুমি কাকে দেবে বলো?

এই প্রভাত, জ্ঞানের শিকড়ে বড় মাটির অভাব জানি। 
জানি কিছু উর্বর মস্তিষ্কে এখনও গোবরের প্রলেপ দেওয়া আদিসারের অন্ধ কিছু বই লেখা আছে। 

তোমাকে বলি শোন, অ্যাই ছেলে, 
যদি আলো হতে চাও, তবে অন্ধকারে ঘুরে ঘুরে 
ঝুপড়ির ত্রিপল খাটানো রাতের নীচে যে সংসার পাতা আছে সেইখানে যাও। 
ভাল একটা মন লুকিয়ে দেখবে সেইখানে কোনও কবির 
ঘাম ও অশ্রুর ছায়ায় চুপ হয়ে আছে।


============

কবির নাম :- সুপ্রভাত মেট্যা 
গ্রাম :- বলরামপুর 
পোষ্ট :- জয় বলরামপুর 
থানা :- তমলুক 
জেলা :-পূর্ব মেদিনীপুর 
পিন:- ৭২১১৩৭








No comments:

Post a Comment