সুশান্ত সেনের ৩টি কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

সুশান্ত সেনের ৩টি কবিতা

১ 

বিশ্বাস



তোমাকে বিশ্বাস করে সব কিছু ছেড়ে এসে দেখি
তুমি দূর পাহাড়ের কুয়াশা দিয়ে নিজেকে ঢেকে রেখেছো।
তখন বিশ্বাস এর মর্যাদা রেখে
দূর পাহাড়ের কাছে চলে এসে দেখি
এখানেও পুরোদমে দল বদল চলছে।

একজন বলে উঠলেন - 
রাজনীতি ছাড়া মানুষ হয় না।

তাই চাণক্যের  - কৌটিল্যের অর্থশাস্ত্র খুলে বসলাম
এদিকে পড়তে গিয়ে দেখি
বইটি সংস্কৃত ভাষায় লেখা।

তাই নর নরৌ নরাঃ শিখতে বসলাম।




২ 

এখন



সুপারি গাছের ফাঁকে ঝুমকো ঝুমকো আলো 
নীল আকাশে এক পশলা বৃষ্টি
একটু বাতাস একটু ধুলো ওড়া নিয়ে
হাইওয়ের ধারে দাঁড়াবার পর,
সামনে দেখি ধুলো উড়িয়ে 
চারটে মোটর সাইকেল আসছে 
সামনে একটা এইচ ইউ ভি।

অবতরণ করলেন দশাসই কর্মকর্তা 
ল্যাংচা খাবার জন্য ল্যাংচা কুটিরের সামনে
পাশে বন্দুকধারী দেহরক্ষী।

মনে একটু কিন্তু কিন্তু নিয়ে 
ল্যাংচা খাবার পর সিঙ্গারা খাবো কী না ভাবছি,
এমন সময় পুটে কাধে হাত রেখে বলল-
কি রকম দেখছেন সমাজ ব্যবস্থা !

ঝুমকো আলো, এক পশলা বৃষ্টি ধুলোর ভেতর সেঁধিয়ে গেল।





 ৩ 

সূচিপত্র



সকাল হয় দিন শুরু
সূচিপত্র পড়ি, 
নাম নেই
নিরাশায় কেটে যায় বেলা।

আবার লিখি আবার পাঠাই 
আবার প্রকাশিত সূচিপত্র পড়ি।

আশায় আশায়
এই ভাবে জীবন চলতে থাকে,
সামনের জানালার টবে অঙ্কুরিত বীজ
শরতের নির্মল আলোয় মাথা তোলে।

নতুন সূচিপত্র প্রকাশিত।
--------------

সুশান্ত সেন 
৩২বি শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০

No comments:

Post a Comment