কবিতা ।। তবু ভালোবেসে ।। সুভাষ সিংহ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

কবিতা ।। তবু ভালোবেসে ।। সুভাষ সিংহ

তবু ভালোবেসে

সুভাষ সিংহ

আমি শান্তির নীড় খুঁজেছি 
পেয়েছি একরাশ কালো ধোঁয়া 
বাগানের ফুল শুকিয়ে গেছে 
লেগেছিল তাতে বিষাক্ত ছোঁয়া ।
ভেবেছি যারে দিনের আলো 
কলকাকলিতে মুখর সকাল 
তার ছোঁড়া তিরে ঘায়েল হয়ে 
কেঁপে গেছে পা হয়েছি টালমাটাল।
তবুও ছাড়িনি এতটুকু আশা 
ঢেলে গেছি তাতে সুগন্ধি আতর
আমি যে ভালোবেসেছি প্রিয়ে
তোমার পথ চেয়ে হয়েছি কাতর।
তুমি কথা দিয়েছিলে ফিরবে 
যদিও জানি সে মিথ্যে আশ্বাস 
তবু ভালোবেসে যাবো অবিরাম 
যতক্ষণ না পড়ছে শেষ নিঃশ্বাস।

===============

 
আমলাগোড়া, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর 
মোঃ -9434587007




No comments:

Post a Comment