কবিতা ।। আসল জ্ঞানী ।। সমর আচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

কবিতা ।। আসল জ্ঞানী ।। সমর আচার্য্য

 

আসল জ্ঞানী 

সমর আচার্য্য 


লেখাপড়া ক'রে শুধু,হয় নাতো জ্ঞানী 
দিতে হবে অন্যে মান, মেনে তারে মানী।
মানী হওয়া সংসারেতে বড় শক্ত কাজ 
 মানী জন হলে পরে সেই করে রাজ।

মানী জন হতে হলে ভালোবেসে সবে 
দীন দুখী ভেদাভেদ ভুলে যেতে হবে।
বিপদে আপদে ছুটে যেতে হবে পাশে 
যারা সব আছে বসে,পাবে ব্যথী আশে।

সেবা ধর্ম বড় কর্ম এই ধরা মাঝে 
মুখে নাহি বড় হয়ে, বড় হলে কাজে,
স্বর্গ সুখ নেমে আসে ধরণীর পরে 
অনাবিল শান্তিতে যে মন ওঠে ভরে।

পার্থিব ধন দৌলতে, শিক্ষা গিয়ে ভুলে 
অসত্য উপায় সব নিচ্ছে হাতে তুলে।
আপন আপন ক'রে, ভুগে সব মরে 
ভাবে না পরের কথা ক্ষণিকের তরে।

সেবা ধর্মে ব্রতী হয়ে চলে যে গো পথে 
জীবনে অবশ্যই সে ওঠে স্বর্ণ রথে।
জ্ঞানী জন হতে পারে সেই ধনে ধনী 
যাহা পেলে সে খোঁজে না, আর স্বর্ণ খনি।
============

No comments:

Post a Comment