অভিরুচি
তীর্থঙ্কর সুমিত
জমানো কত কথা ক্রমশঃ শেষ হয়ে আসছে
নীল রং কালো হতে হতে মিলিয়ে যাচ্ছে
কোনো অজানা দেশে
ব্যর্থতার শৈশব পরিপাক্ক যৌবন ফেলে
এখন একাকী অন্ধকারে
নিজেকে বদলাতে চায়
তোমার সব চাওয়া ----
উদাসীনতার বিকেল আজ যাত্রা পথে
শুধু রঙ বদলে যায়
বদলে যায় নিজেকে চেনার অভিরুচি।
==============
No comments:
Post a Comment