হিংসুক
সেখ মোসলেম আলি
খামখেয়ালী, বেহিসাবি এটাই আমার স্বভাব।
ঠোকে শিখেছি জীবনে মোর চৈতন্যের অভাব।।
অবচেতনে, খুব যতনে ঠকাচ্ছে আমায় লোকে।
মূর্ছিত সব, ছেড়ে ছুড়ে রব কাঁদছে আমার শোকে।।
আমি তো বেশ দিব্যি আছি নেই কোনো ঝঞ্ঝাট।
ওদের বুকে ঝিঁন ধরেছে তাই করে উটকাট।।
হিসাব করে লাভ কি হবে? তুমিও চেষ্টা করো।
পরিশ্রম আর বুদ্ধিবলে সঠিক পথটি ধরো।।
==============
Adress: Sk Moslem Ali
Vill.- Jagadishpur,
P.O.- Naul,
P.S.- Shyampur,
Dist.- Howrah
Pin code - 711312
No comments:
Post a Comment