সুনন্দ মন্ডলের দুটি ছড়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

সুনন্দ মন্ডলের দুটি ছড়া

 সুনন্দ মন্ডলের দুটি ছড়া


সবুরে

রোদ ফুরোল সন্ধ্যে হল

নামল আঁধার রাত।

গপ্প গাথায় জমবে আসর

কাটবে ভূতের সাথ।


বেরিয়ে কেউ আসবে কি

এই গল্পের খাঁজে?

থাক না মোড়া শীতের কাঁথায়

হরেকরকম সাজে।


তোমার খুশি রাত জড়ানো

মধুর আলাপ গুড়ে।

একটুখানি বিরতি থাক

মেওয়া ফলুক সবুরে।


        

 লক্ষ্মী প্যাঁচা



চাষীর জমা ফসল এল 

ঘরের কোণে মেলা।

শীতের দুপুর নেই চড়ুই

লক্ষ্মী প্যাঁচার খেলা।


রাত ফুরোলে ভিজবে মাটি

শিশিরে ডুববে পা।

তোমার সাথেই বাঁধবে জুটি

মাটির ভাঁড়ে চা!


আলতো ছোঁয়া হিমেল হাওয়া 

তোমার পায়ে আলতা!

রঙিন হোক নতুন সকাল

সঙ্গে আচার চালতা।


লক্ষ্মী প্যাঁচার পায়ে পায়ে

আসুক বাড়ি ধন।

ফসল বেচে সোনা পাওয়া

স্বপ্ন উলট পুরান।

============


কাঠিয়া, পাইকর, বীরভূম




No comments:

Post a Comment