কবিতা -- অরুণ কুমার সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা -- অরুণ কুমার সরকার

লকডাউন এবং পাখিদের স্বাধীনতা


আকাশটাকে আজ আকাশের মতো মনে হয়
এমন আকাশ দেখিনি বহুদিন
ছোটবেলায় গ্ৰামের বাড়িতে এমন একটা আকাশ দেখে দেখে বড় হয়েছি
হারিয়ে যাওয়া সে আকাশটাকে যেন
ফিরিয়ে আনল একটা ভাইরাস
মৃত্যু ভয়ে পৃথিবীর আকাশ সীমায় থেমে গেছে
বিমানের অনন্ত দাপাদাপি
লকডাউনে স্তব্ধ পৃথিবী
বাস ট্রেনের চাকায় হোম আইসোলেশনের বেড়ি
বহুদিন পর কারখানার চিমনিগুলো চলে গেছে বিশ্রামে
বাতাসে বিষাক্ত ধোঁয়া নেই, শব্দ নেই চারদিকে কেবল বিশুদ্ধতা
বহুদূর থেকে ভেসে ওঠে
নীল পাহাড়চূড়া কিংবা আইফেল টাওয়ার
আকাশের তারারা আজ ঝকঝকে উজ্জ্বল
চাঁদের জোছনা অবাধে লুটোপুটি খেয়ে যায় নরম মাটির বুকে
নিজেদের সৌখিনতা মেটাতে মানুষ এতদিন খাঁচাবন্দি করল যাদের
তারাই আজ খাঁচাবন্দি
এ যেন উল্টো পুরাণ
আকাশে বাতাসে আজ পাখিদের অনন্ত উল্লাস
মানুষ খাঁচাবন্দি হতেই নীল
আকাশের বুকে
পাখিরা আরও বেশি বেশি সাঁতার কাটে সকাল বিকেল
পৃথিবীর অসুখ ঠিক সেরে যাবে একদিন
পৃথিবী সুস্থ হলেই আবার হয়তো ওদের
খাঁচায় ফিরতে হবে.....


=======================








অরুণ কুমার সরকার
শিবমন্দির, বিধানপল্লী,
শিলিগুড়ি
ফোন-৭০৭৬৭৮৭৫৮০