কবিতা ।। উত্তমকুমার পুরকাইত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা ।। উত্তমকুমার পুরকাইত











কয়েকটা হিংস্র কালো হাত


 কয়েকটা হিংস্র কালো হাত যখন
তোমাকে টানতে টানতে নিয়ে গেল শালবনের  অন্ধকারে
আকাশ থেকে ছিটকে পড়ল কয়েকটা নক্ষত্র
তীব্র চিৎকারে 
তখনও ভীত, সন্ত্রস্ত আমরা
দেখি তোমার জ্যোৎস্না উপত্যকা, শঙ্খ বলয়ে
রক্তের ধারা।
যারা নিজেদের জ্ঞানপুরুষ ভেবেছি এতদিন,
হিসাবে এযাবৎ পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন বছরের বাসি মড়া
ধর্ষকের আড়ালে ধর্ষক হয়ে বেঁচে থাকি প্রতিদিন
আমাদের মা আছে, বউ আছে, বোন আছে
অথচ তারা যখন ধরিত্রিহীন
তখনও কি এভাবে বাঁচবে ফোর জি, টু থাউজেন্ড নাইন্টিন?

******************

উত্তমকুমার পুরকাইত
শঙ্করপুর, পোস্ট-প্রাণবল্লভপুর,
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগণা -৭৪৩৩৯৫
মোবাইল-৯৫৯৩১৩২৭৬৫