কবিতা ।। দেবব্রত ঘোষ মলয় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা ।। দেবব্রত ঘোষ মলয়

 

 

 

 

 

 

 



যাপনের লক ডাউন


প্রথমেই জড়িয়ে ধরব বুকে, তারপর
দীর্ঘ দূরত্বের পর হাত ধরে বলব
বন্ধু, ভালো আছিস?
সব কি আগের মতোই আছে আজও ...

নিজেকেও প্রশ্ন করব একান্ত সংগোপনে
দুর্গত ত্রাণের আত্মতুষ্টির পর
কখনও কি জানতে চেয়েছিলাম
বন্ধু, কিভাবে বেঁচেছিস, এই কতদিন?

আর যারা দুর্গত নয় খাতায় কলমে
ওপরে মুখোশ এক পরিপাটি জীবনের
কোনমতে দিন কাটে গুমরিয়ে ক্রোধে
যাপন কেঁদেই চলে সংগোপনে।

তবে, সব ঝড় থেমে যায়, একদিন
শুধু উপরিয়ে উৎখাত করে মহীরুহ
শুধু ঝড়ের পরেও যেন করতালি থাকে
আবার শত্রু যেন না হয় সুহৃদ।

তারপর, আবার আগের মতোই সব
বন্ধু, স্বজন, আড্ডা ও ভালোবাসা
চায়ের টেবিল, শুধু সন্দেহ উকি দেয়
সব কি পাবই ফিরে আগের মতোই?

না হোক, তবুও রাখব জারি লড়াই এখন .....