কবিতা : সুব্রত সামন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা : সুব্রত সামন্ত



   কিনারা

        

তবু...
আজও প্রতিচ্ছবি আঁকে মোহনা--
স্পর্শ করতে পারেনি সমুদ্রের স্রোত।
নুড়ির আঘাতে বিন্দু বিন্দু বালি
আজ করুনা করে শেষ সভ্যতায়।
প্রতিহিংসার বেশ ধরা আবেগ--
শেষ হল ঐতিহ্যের আরেক মিশ্রণে!
মধুরতা আজ হিংস্র, তবুও কী জানি  
এমনই চলতে চায় গভীরতরে...!
যেন আচমকা এক মিশাইল এসেই
করে দেয় শেষ, হেরে যায় ঐতিহ্য 
থেকে যায় সেই শেষ মানচিত্রখানি।।


=================

সুব্রত সামন্ত 
গ্রাম + পোষ্ট- রাক্ষসখালী 
থানা- পাথর প্রতিমা 
জেলা-দক্ষিণ ২৪ পরগণা 
পিন-৭৪৩৩৭১ 
পেশা- ছাত্র 
     (ইঞ্জিনিয়ারিং পাঠরত)
মুঠোফোন-৭৩৮৪৬৬৫১৫১