কৌশিক বড়ালের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কৌশিক বড়ালের কবিতা






প্রিয় রাস্তা

_____________________

প্রিয় রাস্তা,
   তুমি ভালো আছো?
   আমাদের সারি বাঁধা দাবানল।
   ইতি রেখা ধরে বিষাদের বন্যা।
   প্রেমিকার স্তনে হাত চেপে চুম্বনের স্বাদ।
   গলির মোড়ে প্রথম দেখা।
   কিংবা একসাথে মিছিলের শ্লোগান।
   কখনওবা ভুল করে স্মৃতিপথ ধরে
   হেঁটে যাওয়া সোনাঝুরি থেকে শালবন।

   সবকিছুর সাক্ষী থাকা তুমি। আর আমরা
   তোমার শরীর, বুক, পেট, নিতম্ব জুড়ে
   ভ্রমণ প্রিয় অভিনেতার দল।
   মুখোশ খুলে এখন নিজেদের চিনছি।
   শিখছি একা থাকার অভ্যাস।
                                
                  ------                         
                                 
                
নাম- কৌশিক বড়াল
ঠিকানা- কান্দী, মুর্শিদাবাদ
ফোন নং- ৭০০১০৯০৪১৪