কবিতা -- সংঘমিত্রা সরকার কবিরাজ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা -- সংঘমিত্রা সরকার কবিরাজ

 

একতারা



এসো না , আজ বেঁচে থাকার গল্প বলি।
হারিয়ে যাওয়া নয়, ফুরিয়ে যাওয়া নয়, শুধু বেঁচে থাকা।
অমৃত  সন্ধানী মানুষের অমৃতের স্বাদ নিয়ে বেঁচে থাকা।
নষ্ট হওয়া নয় , ধ্বংসের গল্প নয়, শুধুমাত্র সঞ্চয়।
 গতিহীন  শীতল অন্ধকারকে হারিয়ে দিয়ে 
  জিতে যাওয়া মৃত্যুর মুঠোয় বন্দী জীবনের অপচয়।
 আজ গল্প শুনবো সোনালী রোদের
 যে রোদে ডানা ভিজিয়ে  মিষ্টি সুরে দোল খেতে খেতে 
 দোয়েল গান গায় ওই পূবদিকের আমগাছটার ডালে।
আর ওই যে ভাঙা টিনের ছাউনিটার উপর 
অবোধ সুখে  একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে
 কপোত কপোতী খুনসুটিতে মেতে ওঠে  দুপুরের অলসেতে।


জানো , ওই ছাউনি আর বড় আমগাছটার মিশেলে
একটা ছোট্ট কুঁড়ে ঘরের ছবি ফুটে ওঠে।
সেই ছবির ভিতরে বাস করে দুটো ছোট্ট জীবন।
না ,কোনো রাজা - রানী নয় ,নয় কোনো ভিখারী দরবেশ।
সেই ছবিতে আঁকা থাকে সুর তাল ছন্দ
ভালোবাসায় মোড়া জীবনের মেঠো গান।
যে গান শুধু জীবনের কথা বলে।
এক বোষ্টম ও  বোষ্টমীর প্রণয়লীলা অভিসারের।
যারা একদিন ভেসেছিলো অনির্দেশের পথে
 ভালোবাসার খেয়া তরী বাইবে বলে।
শুধু জীবনের গান একসাথে গাইবে বলে।
তাদের আঙিনায় প্রতিদিন নতুন সূর্য্য ওঠে
নতুন গাছে  ভালোবাসার রামধনু ফুল ফোটে।
সকাল সন্ধ্যে   একতারাটা  তোলে জীবনের তান
চাওয়া ,পাওয়া হীন আত্মনিবেদন প্রভাত ফেরির গান।

=========০০০=========