কবিতা ।। সুমন কুন্ডু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা ।। সুমন কুন্ডু


  ' প্রতিশোধ - এক ' 


মধ্যরাত্রি,  হ্যাঁ উদ্বেগের সাথে পরিচয় হলো কাল
যারা হারিয়ে যেতে চায় তাদের সাহায্য করবো
 পৃথিবী অনেকটা ধর্ষিতার মতো বলছিল
স্যানিটাইজার আমার হাতের ময়লাগুলো উবিয়ে নিয়ে
        তাড়া করেছে দিনশ্রমিককে

লকডাউনের উসখুসুনির ভেতর শুনছিলাম
 চালডাল গায়েব হওয়ার আগে
 বিশ ফুট চওড়া আওয়াজ

নার্স তখনো জলপট্টি করছিল
 ভারসাম্য নিয়ে কথা হচ্ছিল কোথাও
 আর কী কেউ কবিতা পড়বে, হে মহাকাল
 এত লড়াই এত গর্ব এত হিংসা  বল্গাহীন

'নকশি কাঁথার মাঠ' এ গোবর দিয়ে পদ্মফুল আঁকলাম
 মৃদু হেসে স্বীকার করে নিলাম,  গাঢ় মেঘ
আকাশ চাইলে,  যখন তখন মুছে দেবেই


=========================





 সুমন কুন্ডু
  আতপুর , শ্যামনগর 
 উত্তর 24 পরগনা, 743128 
 পশ্চিমবঙ্গ
 ফোন নম্বর-  9 6 8 1 9 7 773 0