কবিতা : প্রণবকুমার চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা : প্রণবকুমার চক্রবর্তী



আমার হারিয়ে যাওয়া ইচ্ছেটা

           

আমি খুঁজছি 
আমার সেই হারিয়ে যাওয়া ইচ্ছেটাকে
যে ইচ্ছেটা
পথ চলতে চলতে 
হঠাৎ একদিন বিকেলে দেখেছিলাম
                    আমার বাড়ির কার্ণিশে বসে আছে 
ইচ্ছেটা যেন একটা সাদা পায়রা 
তার পায়ে বাঁধা একটা চিঠি 
নিশ্চয়ই কোনও রাজকন্যার প্রেমপত্র ভেবে
আমি হাত বাড়িয়েছিলাম 
কিন্তু 
সে আমাকে ধোকা দিয়ে 
উড়ে গেলো
পাহাড় ,নদি এবং অরন্য পেরিয়ে  
                  এক অচেনা অজানা পৃথিবীতে ....


মাথার ভেতরে গজিয়ে ওঠা
সমস্ত ছোট-বড় চিন্তা এবং ভাবনাগুলো
নিজস্ব গলি পথ ধরে চলতে চলতে 
হঠাৎই
নেমে থমকে দাঁড়ায় মনের আঙিনায়
যেখানে
খড়্গ হাতে নিঃশব্দে 
লুকিয়ে বসেছিলো অস্থির সময়
সেই অস্থির সময়ের শাসানিতে
বুকের ভেতরের 
লালিত হওয়া কৈশোরিক স্পর্ধা নতজানু হয়ে
বারবার নিজেকে সমর্পণ করে
                        ভিক্ষে চাইছে নিজের অস্তিত্ব ....

ঋতুবতী সময় এখন খড়ার কবলে পড়ে
            নিজেই মুখ চেপে আর্তনাদ করে চলেছে
তবু বলছি
এসো আমার সেই পুরাতন কৈশোর ,
                                     আমার পুরাতন যৌবন
তৈরি করো
শুষ্ক ধূসর হৃদয় মাঝে এক নতুন ঘূর্ণাবর্ত ,
                     এক নক্ষত্র খচিত রাতের বৈভব .


=======000=======

প্রণবকুমার চক্রবর্তী ,৩৭/১ ,
স্বামী শিবানন্দ রোড , চৌধুরীপাড়া ,
 বারাসাত , কোলকাতা - ৭০০১২৪ ,