কবিতা ।। শিল্পী দত্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা ।। শিল্পী দত্ত

হয়তো কখনো ফিরবি আবার

      
আমার অভিমানেরা আস্কারা পায়,
রাত পোহানো ভোরের শিশিরবিন্দুতে।
তোকে আজও মন ভালোবাসে,
বোঝাতে চায় সে ইঙ্গিতে।
সেই যে কবে হয়েছিল যেন,
তোর সাথে প্রথম দেখা?
বলনা কেন ছেড়ে গেলি আমায়,
কেন করে গেলি তুই একা?
আজও যে তোকে ভোলেনি এ মন,
জেগে থাকি একলাতে
হয়তো কখনো ফিরবি আবার,
আমার ঘুমহীন কোনো রাতে।
হয়তো চোখেতে কান্না হয়ে,
মনেতে হয়ে ব্যথা।
জানিনা সেদিনও বলা হবে কিনা তোকে,
মনের জমানো কথা।
তুই কি চোখের ভাষা বুঝে নিবি?
ছুঁয়ে যাবি কি আমার মন?
অপেক্ষারা অতি দীর্ঘ যে আজ,
দীর্ঘ সকল প্রতিক্ষার ক্ষণ।

===============







Shilpi Dutta
Shyam Garden Appartement
B-block
2nd floor
168, Doctor Jeeban Ratan Dhar Road
Airport 1No.
Kolkata-28