কবিতা : অঞ্জনা দেব রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা : অঞ্জনা দেব রায়



 সকালের আলোতে ২৫শে বৈশাখ


গান হোক না কবিতা হোক
আজ ২৫ শে বৈশাখ
ফুল সাজানো রাজপথে 
পা ডুবিয়ে এক কৃষ্ণচূড়া গাছ
সবুজ পাতায় ফুল ফুটিয়ে হাসছে।
চাঁদের চোখে কালো পর্দা পরিয়ে
যে সময়গুলো অন্ধকারে চলে গেছে
যেন না আর ফেরে।
সন্ধ্যে রাতে কিছু পয়সা পেলে
যে মেয়েটা কবিতা লিখতে যেত,
তাকে সময়গুলো নিয়ে গেছে ডেকে
নীল রঙের ছাপা খামের মত
পৃথিবী টাকে মাথায় নিয়ে
ও পাড়ের এক কুৎসিত আইবুড়ো মেয়ে
বারান্দায় দাঁড়িয়ে এসব ভাবছিল
হাওয়ায় গায়ে উড়ে এসে পড়ল কৃষ্ণচূড়ার পাতা,
শব্দ হল দরজা খোলার,
সকালের আলোতে বেনী পাকানো সেই গাছ বেণী মেলে হাসছে।

==================






















অঞ্জনা দেব রায়
ঠিকানা: ৫৫৩, পি মজুমদার রোড কলকাতা ৭৮