অণুগল্প -- সুতর্না সিংহ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

অণুগল্প -- সুতর্না সিংহ


             ।। পথ ।।


-" আহা!এমন রান্না যে কতদিন খায়নি"
সুবীর বলে ওঠে ওর ঠাম্মিকে। ঠাম্মি হেসে বলে
- " সেই তোমার মুখের মত রাধঁতে তো আর সবাই পারবে না,তোমার বুড়ি ঠাম্মি ছাড়া!
তবে বউ এলে দেখো আবার এই বউকে না ভুলে যাও"।
সুবীর হো হো করে হেসে ওঠে এক প্রানখোলা হাসি। কারখানা বন্ধের চিন্তাটা মাথায় ঘুরপাক খেলেও বুড়ি ঠাম্মির মনের মেঘ কাটাতে সদাই ব্যাস্ত সুবীর। অন্যদিকে বন্দীত্বে ছেলেদের ভাবনায় বিভোর হয়েও পাতানো নাতির সাথে দুবেলার গল্প,আড্ডায়, ঝোলভাত খেয়ে দিব্যি কেটে যায় নাতি আর ঠাম্মির!মনের আকাশের ফারাক টা অনেক হলেও এইভাবেই একসাথে মিশে যায় তাদের জীবনের দুটি আলাদা পথ!!

                                     ================












সুতর্না সিংহ, কাটোয়া, পূর্ববর্ধমান