কবিতা : শিবানী পান্ডা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা : শিবানী পান্ডা


কুড়ির করোনা



স্তম্ভিত আজ বিশ্ববাসী নিঃস্ব হওয়ার ভয়,
মারণ রোগে যুদ্ধ করেই আনতে হবে জয়।
জনশূন্য স্পেন ইতালি করছে হাহাকার,
লাশের পাহাড়ে শহর ঢাকে কে করবে সৎকার?
ধনী-গরীব নেইকো বিচার মরছে আট-আশি,
লকডাউন মানলে পরে ফুটবে মুখে হাসি।
সহস্ত্র বছর শেষে এখন করোনা রুপী মহামারী,
মাস্কে ঢাকো মুখটি তোমার হাতে স্যানিটাইজারি।
বাইরে হলেই মুখোশ পরো দূরত্ব বজায় রেখে,
নইলে মরণ আসবে ছুটে ধরবে ভালোবেসে।
যমে ছুঁলেও ডোমে ছোঁবেনা দূরত্বে প্রিয় জন,
আপন মানুষ পর হয়ে যায় শেষ দেখা পায় না স্বজন।
ভগবানকে চোখে দেখিনি  দেখেছি ডাক্তার নার্স,
এই যুদ্ধে তোমরা নায়ক অস্ত্র দুটো হাত।
রক্তে-মাংসে স্বয়ং দেবতা এই মহাসঙ্কটের দিনে,
সুজন-স্বজন ভুলেছো সবই সংগ্রাম কোভিট নাইটিনে।
দাঙ্গা লড়াই দলের বড়াই হারিয়ে গেছে সব,
প্রতিধ্বনির স্তোক বাক্যে ত্রাহি ত্রাহি রব।
জনকোলাহল শূন্য সমাজ প্রকৃতি দিচ্ছে বিশুদ্ধ শ্বাস,
অযাচিত নিস্তব্ধতা বিশ্বত্রাসে করোনা ভাইরাস।

==============

 শিবানী পান্ডা
ভগবতী ডাঙ্গা চুঁচুড়া হুগলী পিন 712 102