কবিতা ।। বিনয় ডাঙ্গর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা ।। বিনয় ডাঙ্গর

পাহাড়


তুমি যদি চোখ খুলে দেখো শুধু
ভাবো না কিছুই,
এ কর্তব্য বড় দায়।

বেঁচে আছো অনেক উজান বেয়ে ।
তবে উজানেরও ভালো কিছু থাকে,
কষ্টদৃশ্য বৃথা হয়ে যায় না কখনো,
দ্রষ্টব্য হয়ে থাকে বহুদিন ধরে।
এই যে পাহাড় থেকে নেমে আসে আলো,
ঝোরা দিয়ে বয়ে যায় জল,
বরফের সূক্ষ্ম কণা মনের মতো জমে,
কখনো ফুলের রঙ হেসে উঠে
প্রতিটি ভাঁজের বাঁকে ,
তুমি দেখো শুধু,
ভাবো না কিছুই।
খিদে এসে ঢাকে বুঝি সব ভাবনা!

অতিথিরা এসে যবে বাতাস ভারী করে,
এ দৃশ্য লুট করে নিয়ে যায়,
যদিও তা কখনো সত্য নয়,
তখনও
তোমার চিকন চোখ সরে না খিদের থেকে দূরে ।

==================





বিনয় ডাঙ্গর
৬৭/১ উকিলাবাদ রদ,
বহরমপুর, মুর্শিদাবাদ, পিন-৭৪২১০১

ফোন- ৮০০১৫৬৯৯৭১