কবিতা -- সোমা ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা -- সোমা ঘোষ


স্মৃতি কথা



বাইফোকাল আর মৌরি গন্ধ মাখা
বাহারি হাতপাখা দুপুর
শৌখিন রুমাল অথৈ উঠোন
আর শব্দ সেলাই কল
কুসুম পানা সূয্যিঠাকুর
পাট গুটিয়ে আনে
চর্যাপদ এর পদ্মাবতী সেথায়
গল্প আঁকর কাটে
কৃষ্ণ কালো রং মেখে ইছামতি
ভাটিয়ালি সুরে কলকলিয়ে ধায়
রোদ বাদল গায়ে সয়ে মাঝি নাও বায়  
কোথা যাও গো?
নিশ্চিন্দিপুর গো ....নিশ্চিন্দিপুর...
দেখো দেখো, আম-আঁটির ভেঁপু বাজিয়ে ভাই বোন দুটিতে মিলে দে ছুট... দে ছুট...কত ভাব...কত মজা... কতদুখ...কত সুখ... তারপর কি যে হলো হরিহর পুরুতের মেয়ে দুর্গা-দুগ্গা দুগ্গা বলে ইছামতি বেয়ে পাড়ি দিল পরজনমের গলি।
কত মায়া কত রোদন কত বেদনা ভরা এই শূন্যতা। সুতো গুলো আজও পড়ে খানিক জড়িয়ে খানিক ছড়িয়ে-ছিটিয়ে...
দুঃখের পর ও আছে  বর্ণ জোড়া ছন্দ অবিরত তরঙ্গ-কাঁপে বিশ্ব কাঁপে ব্রহ্মাণ্ড-
মা গো মা আমার-
"অসতো মা সদগময়
তমসো মা জ্যোতির্গময়
মৃত্যোর্মা অমৃতংগময়
আবিরাবীর্ম এধি।।"

===============









©️সোমা ঘোষ

Address:- 1/16 rupchand mukherjee lane bhowanipur Kolkata- 25 second floor.