Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতা ।। চন্দ্রকান্ত চক্রবর্তী

তুমি বলে দাও রবীন্দ্রনাথ

হঠাৎ ঝেঁপে বৃষ্টি আসার মতো
মনের গভীরে চঞ্চলতা তীব্র না হলে
কবিতা লিখব কী করে --
বলে দাও তুমি রবীন্দ্রনাথ।

মনের গহনে তীব্র দহন জ্বালা,
পুড়ে ছাইভস্ম হবার মুহূর্তে 
যদি ফিনিক্সের মতো পুনর্জন্ম ঘটে,
তবেই এই হাত থেকে
আবার কবিতার জন্ম হবে--
দু:খের আতপে স্নান না সেরে কবিতা তার রূপ নেয় না-- 
এ কথা বলে গেছ স্বয়ং তুমি  রবীন্দ্রনাথ।

প্রেমের তরলতম রূপের মধ্যে
বিচ্ছেদের করুণ সুর সুস্পষ্ট,
এক বুক অভিজ্ঞতার মাহেন্দ্রক্ষণে
আজও হৃদয় গুঙরে কাঁদে,
পাওয়ার সুখের চেয়েও
হারানোর বেদনা বুকে চেপে
যেন গভীর দীঘির বুকে
 লম্বা বাঁশের লাঠি স্থির,
একা জেগে থাকে।
মাছরাঙা কখন যে
উড়ে এসে বসে
তবুও তো নিষ্পাপ নয়নে
কারণ জিজ্ঞাসা করেছে
এ নীরবতার। 
অকস্মাৎ জলেতে কীসের শব্দ,
ঢিল ছুড়েছে চপলমতি কোনো কোমল বালক,
ঢেউ ছুটে এসে শান্তি ভঙ্গ করে! 

রবীন্দ্রনাথ,  তুমি বলে দাও
এ বেদনা রাখি কোথায়--
সে কি একবারও আমার হতে পারত না!



তিরবিদ্ধ


এমাথা ওমাথা ছড়িয়ে আছে আমার পাগলামির নমুনা,
তোমাকে বিরক্ত করবই করব--
একসময় ভালোবেসে লিখেছিলাম শেষহীন কবিতা যত,
তবুও তোমার ও নির্দয় হৃদয় জাগাতে পারিনি!
আজ এসেছ আমার হতে,
এটুকু সবুর কর--
প্রেমের অভিঘাত যদি এরপরও বিরক্তি আনে তো আনুক, 
আমার ছাদের প্রান্ত হতে যতদূর চোখ যায় যাক তোমার,
দিগন্ত ছুঁয়ে ফেল এক আকাশ উড়ে নিয়ে
ঘরছাড়া পাখির মতো,
তবুও ভালোবাসার তির জুড়েছি আমার চোখে,
নিস্তার নেই তোমার!
আজ পাখির নরম শরীরের থেকেও আমার ভালোবাসা দামি,
হৃদয় ফুঁড়েছে তিরে--
দিগন্তরেখায় তোমার করতলে
আত্নসমর্পণ করবে বলে।

====================




নাম: ডা: চন্দ্রকান্ত চক্রবর্তী
 ১০৬ এন এস অ্যাভেনিউ,
শ্রীরামপুর, হুগলি। 
পিন-৭১২২০১।

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত