কবিতা : সুপর্ণা ডাঙ্গর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা : সুপর্ণা ডাঙ্গর


 ইচ্ছে ডানা


রোদেলা বেলা কবিতা খেলা
নস্টালজিক মন
অলস দুপুর হারানো সুর
মেঘপিয়নের তান,
স্নিগ্ধ গোধূলী আলোর তুলি
রূপকথার আয়োজন
মায়াবী সন্ধ্যায় রজনীগন্ধায়
জ্যোৎস্নার আলাপন,
নিশীথের কুহেলিকায়
স্বপ্নের কলতান,
আকাশের নীহারিকায়
জোনাকির আহ্বান,,,
রাতের কিনারে দাঁড়িয়ে থেকে
কেই বা চেনে মনের গোপন?
আধখানা প্রেম আধখানা মন 
সমস্ত কে বুঝেছে কখন !
উড়ে যেতে চায় মন
বহুদূর অকারণ,
হারিয়ে যাওয়া -ফিরে পাওয়ার
এই খেলা
থাক্ না গোপন,,,
আকাশ ছুঁতে চাওয়া  ইচ্ছের ডানায়
আজও ফেরারী মন ।



মেঘলা ধ্বনি

ঝর ঝর ঝর ঝরিছে বারি
থর থর থর কাঁপিছে ধরা,,,
গুরু গুরু গুরু গরজে মেঘ
দুরু দুরু অন্তর,,,

কোন সে বাণী ধায় তব ওই
মহাসিন্ধুর ওপার হতে
রুদ্ররোষে রুদ্রবেশে
কোন অমরার হৃদয় হতে,,,

দিকললনার নৃত্য গাঁথায়
মঞ্জির ধ্বনি বাজে
প্রহরে প্রহরে গোধুলিবেলায়
ঘনমেঘের আঁধার হতে
কোন সে ধ্বনি বাজে,,,




বৃষ্টিস্নাত



বৃষ্টিস্নাত সন্ধ্যাবেলায়
নাম হারা ফুল গন্ধ এলায় 
সুবাস তাহার ছড়িয়ে পড়ে
দিগন্তের ওই পারে,,,
কোন সুদূরের পার হতে সে
উদয় হলো হৃদয় মাঝে
যত্নে হেথায় লুকিয়ে আছে
নিভৃতে হৃদয় পাশে,,,,

============


# সুপর্ণা ডাঙ্গর
City -Durgapur
P.O Sagarbhanga Colony
Dist - Paschim Bardhaman
W.B  713211
7531824221